সর্বশেষ

» বায়তুন নাযাত জামে মসজিদে ২য় সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার


Manual5 Ad Code

চেম্বার ডেস্ক: বায়তুন নাযাত জামে মসজিদ আয়োজিত ২য় সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, বৃহস্পতিবার, বাদ মাগরিব বায়তুন নাযাত জামে মসজিদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিলেট মহানগরের ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্তরের শতাধিক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

Manual5 Ad Code

মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি এ. কে. এম. বদরুল আমীন হারুনের সভাপতিত্বে এবং ইমাম মাওলানা আসআদ বিন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, উপশহর জি ব্লক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমদাদুল্লাহ মারজান, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসমত উল্লাহ, তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ফাত্তাহ, বায়তুন নাযাত জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নূর আহমদ, মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ কাওসার আহমেদ টিপু এবং সদস্য জসিম উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে এ. কে. এম. বদরুল আমীন হারুন বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে বাচ্চারা আমাদের নবিজিকে জানতে পারছে। নিজেকে পুরোপুরি মুসলমান হিসেবে গঠন করতে চাইলে নবিজির জীবনীগ্রন্থ সব বয়সী মানুষকে পড়তে হবে। মসজিদের পাঠাগার ব্যবহার করে সিরাত বিষয়ক বইসমূহ পড়ার প্রতি তিনি সবাইকে আহবান জানান।

Manual4 Ad Code

মাওলানা হাবীব আহমদ শিহাব তাঁর বক্তব্যে বলেন, মসজিদভিত্তিক এই ধরনের সীরাত প্রতিযোগিতা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগিতা খুবই ফলপ্রসূ। সমাজের প্রতিটি স্তরে বিশেষ করে আমাদের সমাজের মহিলাদের ক্ষেত্রেও এই ধরণের জ্ঞানমূলক প্রতিযোগিতার আয়োজন করতে তিনি উদ্ধুদ্ধ করেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার প্রায় সাড়ে তিনশো প্রতিযোগীর অংশগ্রহণে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code