কানাইঘাট থানা পুলিশের হাতে আন্তঃবিভাগ সিএনজি চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার


Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট থানা পুলিশ এক অভিযান চালিয়ে দুটি অটোরিক্সা (সিএনজি) গাড়ি চুরির সাথে জড়িত আন্তঃবিভাগ গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। জানা যায়, গত মঙ্গলবার থানা পুলিশ অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার, ২নং উত্তর ভাগ ইউনিয়নের সুরইখাল গ্রামের মৃত আঙ্গুর মিয়ার পুত্র পেশাদার আন্তঃবিভাগ গাড়ি চোর চক্রের র্দুধর্ষ সদস্য নিমার উদ্দিন উরফে জাবেদ (২৪)কে রাজনগর এলাকা থেকে এবং কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউপির নিজ বাউরভাগ পশ্চিম গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র জামাল আহমদ (২৬) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এ দুইজনকে গতকাল বুধবার আদালতে সোর্পদ করেছে পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায় গত ২৩ জুলাই রাতের আধাঁরে কানাইঘাট সদর ইউনিয়নের জন্তিপুরস্থ সেলিম উদ্দিনের গ্যারেজ হতে দুইটি অটোরিক্সা (সিএনজি) চুরির ঘটনা ঘটে। এতে গাড়ির মালিক জন্তিপুর গ্রামের নুর উদ্দিনের পুত্র শাহার আলম মনি বাদী হয়ে অজ্ঞাত নামা চোরদের বিরুদ্ধে বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের দিক নির্দেশনায় থানা পুলিশের কয়েকটি দল সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় সিএনজি গাড়ি চুরির সাথে জড়িত চক্রকে আটক করতে অভিযান চালায়। একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির ক্লু বের করতে সক্ষম হয় কানাইঘাট থানা পুলিশ। এই সুত্রধরে গত মঙ্গলবার সিলেট কোতোয়ালী থানা এলাকা হতে প্রথমে গ্রেফতার করা কানাইঘাটের জামাল আহমদকে। এরপর পুলিশের আভিযানিক দল মৌলভীবাজারের রাজনগর এলাকা থেকে নিমার উদ্দিন উরফে জাবেদকে গ্রেফতার করেন। জানা যায় এ চুরির ঘটনার সাথে আন্তঃবিভাগ গাড়ি চোরদের বড় একটি চক্র ঐদিন রাতে জন্তিপুরের সেলিম উদ্দিনের গ্যারেজে হানা দেয়। তারা ট্রাক যোগে কানাইঘাটে আসে। আর এদেরকে কানাইঘাটে নিয়ে আসার মুল হোতা বাউরভাগ পশ্চিম গ্রামের জামাল আহমদ। কারন হিসেবে জানা যায় জামাল আহমদ একজন ট্রাক চালক, সে ট্রাকে করে ঐদিন রাতে আন্তঃবিভাগ গাড়ি চুরের এ দলকে কানাইঘাটে নিয়ে আসে। গ্রেফতারকৃত দুই সিএনজি গাড়ি চুরের বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজার জেলায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, দুই চোরকে গ্রেফতার করা হয়েছে তারা প্রাথমিকভাবে গাড়ির চুড়ির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চুরিকৃত দুটি গাড়ি উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে। এছাড়াও চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কানাইঘাটের কয়েকজন অটোরিক্সা (সিএনজি) চালক জানান সম্প্রতি সময়ে কানাইঘাটের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি সিএনজি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। এসব গাড়ি চুরির সাথে কিছু স্থানীয় চোর জড়িত রয়েছে। যারা পেশায় সিএনজি চালক হলেও মুলত চুরির কাজ করে। দেশের বিভিন্ন এলাকা হতে স্থানীয় এ চোরেরা আন্তঃবিভাগ গাড়ি চোরদেরকে কানাইঘাটে নিয়ে আসে।

Manual7 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual8 Ad Code