লোভাছড়া কোয়ারীতে প্রশাসনের অভিযান নৌকা সরিয়ে নেয়ার নির্দেশ

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৫ | শনিবার

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ গত ১৮ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুারো বিএমডি সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে পাথর পরিবহনে বাঁধা নিষেধের পর কোয়ারী এলাকার সার্বিক পরিস্থিতি বজায় রাখতে স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। পাথর কোয়ারীতে রাখা জব্দকৃত পাথরের সুরক্ষার জন্য সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ হোসেন খানকে লোভাছড়া কোয়ারীর সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল শনিবার দিনভর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি থানা পুলিশ ও ভ‚মি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কোয়ারী এলাকায় অভিযান চালান।
এ সময় তিনি কোয়ারীতে রাখা পাথর বহনের সবধরনের নৌযান ও নৌকা কোয়ারী এলাকা থেকে বেধে দেয়া সময়ের মধ্যে সরিয়ে নেয়ার জন্য পাথর ব্যবসায়ী, নৌযান মালিক ও স্থানীয়দের নির্দেশ প্রদান করেন এবং কোয়ারীতে রাখা জব্দকৃত পাথরের সুরক্ষার জন্য ব্যবসায়ী, স্থানীয় জনসাধারণের সহযোগিতা চান। কেউ প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারের পরবর্তী নির্দেশনা ছাড়া কোয়ারীতে রাখা জব্দকৃত পাথর পরিবহন, অপসারণ এবং অবৈধভাবে পাথর উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি হুসিয়ার উচ্চারণ করেন।
কোয়ারী এলাকার সার্বিক পরিস্থিতি বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য যে, ২০২০ সালে কোয়ারীর উত্তোলনকৃত ১ কোটি ঘনফুটের উপরে পাথর পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দ করা হয়। জব্দকৃত পাথরের মধ্যে ৪৫ লক্ষ ঘনফুট পাথর সম্প্রতি নিলাম হলে সেই নিলাম সিলেটের পিয়াস এন্টারপ্রাইজ পায়। নিলামকৃত পাথর পরিবহনের সময় ২৩ জুলাই শেষ হলে পিয়াস এন্টারপ্রাইজ সময় বাড়ানোর জন্য উচ্চ আদালতে রীট পিটিশন মামলা করে। মামলার পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত লোভাছড়া কোয়ারীতে পাথর পরিবহন বন্ধ করার জন্য ১৮ আগস্ট বিএমডি নিষেধ দেয়।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code