সর্বশেষ

» পাথর লুটে জামায়াতকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এটা ব্যর্থ হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রকাশিত: ২১. আগস্ট. ২০২৫ | বৃহস্পতিবার

চেম্বার প্রতিবেদক: দুদকের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে সিলেটের দুই জামায়াত নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে দাবি করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, একটি দৈনিকের ঐ ফরমায়েসী রিপোর্টে জামায়াত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত,হতবাক। যা পাথর চুরিতে জড়িত প্রকৃত আসামীদের আড়ালের অপচেষ্টা ও একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি।

সম্প্রতি সাদা পাথর লুটের ঘটনায় জামায়াত নেতৃবৃন্দকে নিয়ে জড়ানো ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন সিলেট মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য
মুহাম্মদ ফখরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াত অফিসে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম আছে এর কোন সত্যতা কোন গণমাধ্যম পায়নি, কেবল ঐ পত্রিকাটিই পেয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে এবং অনুসন্ধানী রিপোর্টে পাথর লুটকারীদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদে কোথায়ও জামায়াতের কোন নেতাকর্মীর নাম পাওয়া যায়নি।

এই ধরণের কাল্পনিক ভুয়া সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য জোর দাবী জানাচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িত প্রকৃত আসামীদের চিহ্নিত করে শান্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। একইসাথে কোন নিরীহ ও নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানীর শিকার না হয় সেদিকে সক্রিয় সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি।

তিনি বলেন, দুদক আদৌ এই ধরণের কোন রিপোর্ট দিয়েছে কিনা, এ ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নয়। তবে যে তালিকার বরাত দিয়ে সমকাল রির্পোট করেছে তার কোনো অস্তিত্ব আমরা দুদকে খুঁজে পাইনি। ইহা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক বলে আমরা মনে করি। এছাড়া দুদক যদি তাদের রিপোর্টে জামায়াত নেতাদের নাম উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই দুদককে এর প্রমাণ দিতে হবে। অন্যথায় অপপ্রচারের জন্য দুদক ও কাল্পনিক ভুয়া রিপোর্ট প্রকাশকারী গণমাধ্যমসমূহকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে জামায়াত এক বিন্দু ছাড় দিবেনা। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের বিরুদ্ধে অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে ইতিহাস স্বাক্ষী সকল ষড়যন্ত্র নস্যাত হয়েছে। এবারও পাথর লুটে জামায়াতকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এটাও ব্যর্থ হবে। ইনশাআল্লাহ।

গণমাধ্যম বরাবরই প্রকৃত সত্য উদঘাটনে জাতির দর্পন হিসেবে বলিষ্ট ভূমিকা পালন করেছে। এবারও এই পাথর কাণ্ডে প্রকৃত সত্য উদঘাটনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীনসহ জামায়াত নেতৃবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031