সর্বশেষ

» সিলেটের ডাঃ এজাজ উদ্দিন সানি দুটি এওয়ার্ড লাভ করেছেন

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার

চেম্বার ডেস্ক: সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অনকলোজি বিভাগের আইএমও ডাঃ এজাজ উদ্দিন সানি ময়ূরপঙ্গি স্টার এওয়ার্ড ও সাকসেস এওয়ার্ড-২০২৫ লাভ করেছেন।

গত ২৭ জুলাই ঢাকা কালচারাল একাডেমি আয়োজিত সাকসেস এওয়ার্ড-২০২৫ (সিজন-০২) যমুনা ফিউচার পার্কের ইস্ট এট্রিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথমবারের মত সিলেট এর ডাঃ এজাজ উদ্দিন সানি বেস্ট ইনফ্লুয়েন্সার ও ফুড ব্লগার হিসেবে এওয়ার্ড লাভ করেন।
এর আগে গত ২৫ জুলাই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়াম আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত ময়ূরপঙ্গি স্টার এওয়ার্ড-২০২৫ (সিজন-০৪) এ কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে নমিনেশন পেয়ে ইনফ্লুয়েন্সার ও ব্লগার হিসেবে ডাঃ এজাজ উদ্দিন সম্মাননা গ্রহণ করেন।
পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চলচিত্র, নাটক, সংগীত, নৃত্য, মডেলিং, ব্যবসা, উদ্যোগক্তা, খেলাধুলা, কন্টেন্ট ক্রিয়েটরদের সম্মাননা দেওয়া হয়।
ডাঃ এজাজ সিলেট নগরীর খোজারখলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, রন্ধনশিল্পী লায়ন খয়রুন্নেছা শেলী ও মরহুম সিরাজ উদ্দিনের ছোট ছেলে এবং ব্যবসায়ী, রাজনীতিবিদ মাজহার উদ্দিনের ভাই।
ডাঃ এজাজ উদ্দিন সিলেটের বিভিন্ন হোটেল-রেস্তোরা, ব্যবসা, প্রতিষ্ঠান, ভ্রমণ নিয়ে কাজ করেন। তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের ব্যান্ড এ্যাম্বাসেডর। পারিবারিক ব্যবসা-বাণিজ্য দেখার পাশাপাশি তিনি সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
সিলেটের প্রথম ইনফ্লুয়েন্সার ও ফুড ব্লগার হিসেবে এই বিশেষ ২টি এওয়ার্ড পেয়ে ডাঃ এজাজ উচ্ছসিত। তিনি জানান, বাংলাদেশের সাথে সাথে সিলেটকেও বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষে কাজ করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031