সর্বশেষ

» আওয়ামী ফ্যাসিবাদীদের গণহত্যা থেকে শিশুরাও রেহাই পায়নি: ফখরুল ইসলাম

প্রকাশিত: ০৩. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদীদের গণহত্যা থেকে শিশুরাও রেহাই পায়নি। ছাত্রদের আন্দোলন দমাতে ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে গুলীবর্ষণ করেছে। এতে শিশু থেকে শুরু বৃদ্ধা আবালবনিতা কেউ রেহাই পায়নি। আওয়ামী লীগের ভয়াবহ নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে শিশুরাও রাজপথে নেমে এসেছিল। এইসব গণহত্যাকারীদের কোন ক্ষমা নেই। জুলাই-আগস্ট বিপ্লবীদের রক্ত বৃথা যাবেনা।

তিনি বলেন, একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র-জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে ও আহত হয়েছে। তাদের সেই স্বপ্নকে নস্যাত করতে দেয়া হবেনা। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের মধ্য দিয়েই জুলাই বিপ্লবীদের রক্তের বদলা নেয়া হবে।

তিনি বৃহস্পতিবার (৩ জুলাই) বাদ জোহর নগরীর বাগবাড়ীস্থ সরকারী ইয়াতিম খানায় (ছোটমনি নিবাস) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াত কেন্দ্রঘোষিত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে টানা ৩৯ দিনের কর্মসূচীর অংশ হিসেবে ইয়াতিম খানায় এই খাবার বিতরণ করা হয়।

সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মহানগর জামায়াত নেতা ক্বারী মাওলানা আলাউদ্দিন ও আব্দুল্লাহ আল মাহমুদ।

এছাড়া এই সময় বাগবাড়ী সরকারী ইয়াতিম খানা (ছোটমনি নিবাস) ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031