সর্বশেষ

» মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ৩১ দফা মাইলফলক হিসেবে কাজ করবে: ইমদাদ হোসেন চৌধুরী

প্রকাশিত: ১৬. জুন. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের ভোটের অধিকার আদায়ের লড়াই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল। এখন আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হলো- দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যেতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে সাধারণ মানুষ নির্ভিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। এজন্য দেশের জনগণকে নিয়ে আমাদের ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা মাইলফলক হিসেবে কাজ করবে। এই ৩১ দফার আলোকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, বেকারত্ব দূরীকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে বিএনপি। দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি ভাতাসহ বিভিন্ন ভাতার মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিএনপি। দেশের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের মধ্যে এই ৩১ দফা প্রচারে  আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (১৫ জুন) সিলেট নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আফজাল উদ্দিন আহমদ, মোতাহহর আলী মাখন, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুমন, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মো. মকসুদ আহমদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, মহানগর বিএনপির সহ-সম্পাদক দেলওয়ার হোসেন রানা, নির্বাহী কমিটির সদস্য জাকারিয়া খান, হাবিবুর রহমান মাছুম, মোশাহীদ আহমদ, জাবেদুল ইসলাম দিদার, বদরুল ইসলাম, সাইদুর রহমান বাচ্চু, আবুল কালাম, শামীম আহমদ প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed