সর্বশেষ

» কানাইঘাটে ছাত্রদল নেতা মুমিন হত্যা মামলার আসামী নুরুল আমীনকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ১০. জুন. ২০২৫ | মঙ্গলবার

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের ছাত্রদল নেতা আব্দুল মুমিন হত্যা মামলার ২নং আসামী নুরুল আমীন (৪০) কে জনতা আটক করে উত্তম মধ্যম দিয়ে কানাইঘাট থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Manual3 Ad Code

জানা যায়, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দিকে মোটরসাইকেল যোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে আব্দুল মুমিন হত্যা মামলার আসামী পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত জায়ফর আলীর পুত্র নুরুল আমীন নন্দিরাই গ্রামের বাইপাস পয়েন্টে আসামাত্র স্থানীয় লোকজন তাকে আটক করে রাখেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল আমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পৌরসভার ধনপুর গ্রামের তাজ উদ্দিনের পুত্র পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামী নুরুল আমীন গ্রেফতারের পর মামলার প্রধান আসামী পলাতক রাজু আহমদকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সন্ধ্যার পর কানাইঘাট বাজারে এলাকার লোকজন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
এ সময় কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল বাশার সহ নেতৃবৃন্দ বলেন ছাত্রদল নেতা আব্দুল মুমিনকে গত ১৮ নভেম্বর দিন-দুপুরে প্রকাশ্যে কানাইঘাট বাজারে সন্ত্রাসী রাজু ও তার বড় ভাই গ্রেফতারকৃত নুরুল আমীন সহ মামলার অন্য আসামীরা ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। কিন্তু হত্যাকান্ডের ৮মাস পেরিয়ে যাওয়ার পরও অদ্যবধি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মামলার প্রধান আসামী রাজুকে গ্রেফতার করতে পারেনি। যার কারনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত মামলার প্রধান আসামী রাজুকে গ্রেফতার করার জন্য প্রতিবাদ সভা থেকে থানা পুলিশের প্রতি আহবান জানানো হয়।
থানার ওসি আব্দুল আউয়াল বলেন, মুমিন হত্যা মামলার আসামী নুরুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামী রাজু আহমদকে গ্রেফতার করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর ছাত্রদল নেতা আব্দুল মুমিনকে কানাইঘাট বাজারে প্রকাশ্যে তারই বন্ধু একই দলের সমর্থক বাজারের মোবাইল ব্যাবসায়ী রাজু আহমদ ও তার সহযোগীরা হত্যা করে। এ ঘটনায় কানাইঘাট থানায় নিহতের পিতা তাজ উদ্দিন বাদী হয়ে হত্যাকারী রাজু আহমদ ও তার ভাই কানাইঘাট বাজারের কাপড় ব্যবসায়ী যুবদল নেতা নুরুল আমীন সহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী রাজু ব্যাতিত সকল আসামীদের গ্রেফতার করে পুলিশ।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual3 Ad Code