কানাইঘাটে শিহাব হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৩০. মে. ২০২৫ | শুক্রবার


Manual8 Ad Code

তাওহীদুল ইসলাম: কানাইঘাটে চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করার কারণে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত শ্রমিক নেতা শিহাব উদ্দিনের হত্যা মামলার আসামীদের গ্রেফতারে গাফলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকালে উপজেলার রাজাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

রাজাগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগের রাজাগঞ্জ ইউনিয়নের কিছু নেতাকর্মী দীর্ঘ দিন হইতে এলাকায় চাঁদাবাজী, চোরাচালানসহসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত। তাদের এসব অপকর্মের প্রতিবাদ জানিয়েছিলেন শিহাব উদ্দিন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তাদের দীর্ঘদিনের অবৈধ ব্যবসায় বাঁধা হয়ে দাঁড়ান প্রতিবাদী যুবক শিহাব উদ্দিন। আর এ প্রতিবাদই কাল হয়ে দাঁড়ায় শিহাব উদ্দিনের। সন্ত্রাসীরা তাকে বিভিন্ন সময়ে খুন করার হুমকি প্রদান করে। আর এ কারণেই তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

Manual1 Ad Code

বক্তারা বলেন, ৪৮ ঘন্টা আলটিমেটামের মধ্যে ২৪ ঘন্টা বাকি আছে, এ সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার না করা হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলন করা হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ শরীফ আহমদ, কানাইঘাট ইতিহাস-ঐতিহ্য ফোরামের আহবায়ক মুহাম্মদ আব্দুর রহিম উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ তাজ উদ্দিন, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, রাজাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা মমতাজ উদ্দিন, কানাইঘাট উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ ফয়েজ আহমদ, মরহুম শিহাব উদ্দিনের চাচাতো ভাই মাওলানা বাহার উদ্দিন প্রমুখ।

Manual1 Ad Code

উল্লেখ্য, শিহাব উদ্দিন হত্যার ঘটনায় গতকাল বুধবার (২৮মে) বিকালে কানাইঘাট থানায় মামলাকরেন নিহতের স্ত্রী হেপী বেগম।

মামলায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আর ৪/৫ জনকে আসামি করা হয়েছে৷ মামলার আসামীরা হলেন খালপার গ্রামের ইসলাম উদ্দিন (বগলাই) এর চার ছেলে শিব্বির আহমদ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩) ও কামাল আহমদ (৩৯), খালপার গ্রামের মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮) এবং অজ্ঞাতনামা ৪/৫জন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code