জৈন্তাপুর কৃষক লীগ নেতা কয়ছর আহমদের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২৫ | সোমবার


Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সংলগ্ন চিকনাগুল চা বাগানের টিলা থেকে জৈন্তাপুর কৃষক লীগের যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

Manual3 Ad Code

পুলিশ জানায়, মৃতদেহের একটি হাত নেই। সেটি শিয়াল খেয়ে ফেলতে পারে বলে ধারণা করছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করেছে পুলিশ। নিহতের বড় ভাই সায়েম আহমদ লাশের পরিচয় শনাক্ত করেছেন।

সায়েম আহমদের বরাত দিয়ে জৈন্তাপুর থানা পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি, শনিবার থেকে কয়ছর আহমদ নিখোঁজ রয়েছেন। রবিবার তার পরিবারের পক্ষ থেকে জৈন্তাপুর থানায় একটি জিডি করা হয়।

এদিকে, গতকাল রবিবার বেলা ২টার দিকে স্থানীয়রা চিকনাগুল চা বাগানের টিলায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে জৈন্তাপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।

Manual3 Ad Code

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। কয়ছর আহমদের পরিবারের দাবি পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মীর উপর শুরু হয় নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার,গুম,খুন। কোথাও কোথাও জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ঘটনাও ঘটছে।
এমতাবস্থায় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

Manual1 Ad Code

এদিকে, জৈন্তাপর কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো: দেলোয়ার হোসেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতের পর যুক্তরাজ্য পারি জমিয়েছেন। কয়ছর আহমদের লাশ উদ্ধারের খবর পেয়ে এ প্রতিবেদকের সাথে ফোনে কথা বলে শোক প্রকাশ করে তিনি বলেন, কয়ছর আহমদ একজন খাটি দল প্রেমিক ছিলেন। আমরা একসাথে রাজনীতি করেছি। দুর্বৃত্তরা কয়ছরকে হত্যা করেছে, আমি এর তীব্র নিন্দা ও শোক জানাচ্ছি।

           

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual6 Ad Code