সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ২০. মে. ২০২৫ | মঙ্গলবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

Manual2 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। ক্ষুদ্র রাজনৈতিক ব্যক্তিস্বার্থ পরিহার করতে হবে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ঐক্যকে ধরে রাখতে হবে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মূখ জননেতা মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি একজন ইসলামী চিন্তাবিদ ও সজ্জন ব্যক্তিত্ব। সিলেটের সকল শ্রেণীপেশার মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। সিলেট-১ আসনের জন্য তিনি একজন যোগ্য প্রার্থী। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সর্বস্তরের জনশক্তিকে মাওলানা হাবিবুর রহমানের জন্য কাজ করতে হবে। সিলেটের আপামর জনতার ভালোবাসায় তিনি সিক্ত হবেন এবং জনগণের সহযোগিতায় সামনে এগিয়ে যাবেন বলে আমাদের প্রত্যাশা।

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code