সর্বশেষ

» শাহপরানে শিবির নেতার উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০২১ | সোমবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক :সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকায় শাহপরান থানা ছাত্রশিবির সেক্রেটারি মোঃ আবুল খায়ের এর উপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

গতকাল রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭ ঘটিকার দিকে
হযরত শাহপরান (র:) বাজার থেকে সাংগঠনিক কাজ শেষে
নীপবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন ছাত্রনেতা মোঃ আবুল খায়ের।

এ সময় হঠাৎ পিছন থেকে ৬/৭টা মোটরসাইকেল যোগে বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে ফেলার চেষ্টা করে।

Manual4 Ad Code

তাৎক্ষণিক সন্ত্রাসী কার্যক্রমের অবস্থা টের পেয়ে দ্রুত বাইক ফেলে রাস্তার বিপরীত পার্শ্বে দৌড় দেন আবুল খায়ের। কিন্তু সদর উপজেলা গেট প্রাঙ্গণে যেতেই তিনি আক্রমণের শিকার হোন।

স্থানীয় সুত্রে জানা যায়, খাদিমপাড়া এলাকার দুর্ধর্ষ ছাত্রলীগ ক্যাডার শাহরিয়ার আহমদ চৌধুরীর নেতৃত্বে প্রায় ১০ থেকে ১২ জন যুবক এই সন্ত্রাসী হামলা চালায়। তারা হকিস্টিক দিয়ে উপর্যুপুরি আঘাত ও বেধড়কভাবে পেটাতে থাকে এবং হত্যার উদ্দেশ্য রামদা দিয়ে কুপিয়ে উপজেলা প্রাঙ্গণের ড্রেনে ফেলে রেখে যায় শাহরিয়া ও তার অনুসারীরা।

Manual3 Ad Code

তাৎক্ষণিক উপস্থিত জনতা আহত আবুল খায়েরকে উদ্ধার করে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ প্রাইভেট হসপিটাল ইবনে সিনাতে ভর্তি করেন।

আজ সকালে ভুক্তভোগীর মামার সাথে যোগাযোগ করলে তিনি জানান,দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে তার ডানহাতে বড় ধরণের জখম হয়েছে। প্রচন্ড রক্তক্ষরণে বর্তমানে তার অবস্থা খুবই আশংকাজনক।

Manual3 Ad Code

রাজনৈতিক সুত্রের জের ধরে মুলত এই হত্যাচেষ্টা চালানো হয় বলে এমনটা দাবী করছেন। এ বিষয়ে গতকাল রাতে শাহপরান থানা পুলিশের সাথে তিনি যোগাযোগ করলে শাহপরান থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গুরুত্বের সহিত আমলে নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code