সর্বশেষ

» করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা হুমকিস্বরূপ : আমিনুল হক

প্রকাশিত: ১৪. মে. ২০২৫ | বুধবার

চেম্বার ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, করিডোরের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেটা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।

বুধবার (১৪ মে) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, একটি অনির্বাচিত সরকার মানবিক করিডোরের নামে সিদ্ধান্ত নিচ্ছে, যার পেছনে জনগণের বা কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেই। এই ধরনের সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারই নিয়ে থাকে, কিন্তু আপনারা এ দেশের নির্বাচিত সরকার না। আপনাদের স্বৈরাচারমুক্ত বাংলাদেশের একটি প্রেক্ষাপটে এ দেশের সাধারণ মানুষ এবং বিএনপিসহ সকলেই আপনাদেরকে সমর্থন দিয়েছে।

একটি মহলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের ভেতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। ক্ষমতার মোহে আপনারা সরকারেও আছেন, আবার নতুন দলও করেছেন। দুই দিকেই আপনারা সুবিধা নিচ্ছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031