সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাবের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী রশিদ আহমদের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০২৩ | শনিবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরীর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিলেট-৫ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রশিদ আহমদের পক্ষ থেকে এলাকার অসহায় শ্রমজীবি দরিদ্র মানুষের মধ্যে ঈদ-উপহার, খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টায় ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের আয়োজনে যুক্তরাজ্য কানাইঘাট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত সাবেক ছাত্রনেতা রশিদ আহমদের প্রদত্ত মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন প্রকার ঈদ-উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রোমান আহমদ নোমান, জেলা কৃষকলীগের সদস্য নজরুল ইসলাম বেলাল।
উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, সদস্য মাহফুজ সিদ্দিকী, হাফিজ আহমদ সুজন, জয়নাল আজাদ, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ, দৈনিক মানবজমিনের কানাইঘাট সংবাদদাতা মুফিজুর রহমান তালুকদার প্রমুখ।

Manual7 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরীর সুযোগ্য সন্তান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ রশিদ আহমদ প্রবাসে থেকেও কানাইঘাটের আর্ত-সামাজিক উন্নয়নে নীরবে-নিবৃত্তে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। যুক্তরাজ্যে অবস্থানরত কানাইঘাটবাসীর সংগঠন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে বিগত করুনা ও বন্যার সময় এলাকার শত শত পরিবারকে তার মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে উপজেলার ৭শতাধিক পরিবারের মধ্যে তার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক সংগঠনের মাধ্যমে রশিদ আহমদ ঈদ-উপহার, খাদ্য সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এজন্য প্রেসক্লাব নেতৃবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সব-সময় সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসজ্ঞত যে, সাবেক ছাত্রনেতা রশিদ আহমদ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় ইতিমধ্যে নানাভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন।

Manual7 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual3 Ad Code