সর্বশেষ

» জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট জেলা শাখার প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১৩. এপ্রিল. ২০২৩ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক::  জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে এক প্রস্তুতি সভা, ইফতার ও দোয়া মাহফিল আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ নজরুল ইসলাম ফারুকী।
জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন এর সভাপতিত্বে ও সদস্য আব্দুল আহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, সমিতির সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ ইদ্রিছ আলী। বক্তব্য রাখেন সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন, সদস্য ইসমাঈল আলী, গুলজার আহমদ জগলু, লনী কান্ত বিশ্বাস, কানাই বিশ্বাস, সমিতির দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি শাহিন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি জমিরুল ইসলাম বাবলু, সদর উপজেলা সভাপতি সালেহ আহমদ, বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক শেখ লুৎফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সমিতির জেলার শাখার সদস্য মাওলানা মোঃ রমিজ উদ্দিন।
মৎস্যজীবীদের জীবন মান উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, মৎস্যজীবী নাম ব্যবহার করে অমৎস্যজীবীরা বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করতে পায়তারায় লিপ্ত রয়েছে। সেদিকে কঠোর সচেতনতার মাধ্যমে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলতে হবে। বক্তারা বলেন, “জাল যার-জলা তার” নীতিমালা বাস্তবায়নে লক্ষ্যে সকল প্রকৃত মৎস্যজীবীদেরকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ন্যায্য দাবী আদায়ে কাজ করার আহবান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual3 Ad Code