সর্বশেষ

জগন্নাথপুরের আবু তাহের কামালীর পরিবারের পাশে সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তাবৃন্দ

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২২ | বুধবার

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর ও জামালগঞ্জ উপজেলার সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া খাদিমবাড়ী নিবাসী মরহুম শাহ আবু তাহের কামালীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অবসরপ্রাপ্ত উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাদের সংগঠন ‘অডিট এন্ড একাউন্টস পেনশনার এসোসিয়েশন’ সিলেট। মঙ্গলবার মরহুমের বাড়ীতে যান এসো স্মৃতি রক্ষায় এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দ। এসময় মরহুমের স্মৃতি রক্ষায় এসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রস্তাব সম্বলিত স্মৃতিফলক বোর্ড পরিবারের কাছে হস্থান্তর করেন তারা। উপস্থিত নেতৃবৃন্দ মরহুম শাহ আবু তাহের কামালীর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের মাগফেরাত কামনা করেন।
শোক প্রস্তাব সম্বলিত স্মৃতিফলক বোড হস্থান্তরকালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আকমল হোসেন, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী, শাহ মো: লুৎফুর রহমান কামালী, এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, কাজী সামছুল আলম, মো: আব্দুস শহীদ, অবসরপ্রাপ্ত সুপার একাউন্টেন্ট মো: কাওসার আহমদ, বিশ^নাথ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কবির মাহমদ, মরহুমের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা খান ও মেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: ফেরদৌসী কামালী রিমি। এছাড়া মরহুমের পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ আনসারুল হক কামালী, হাজী সুহেল আহমদ খান টুনু, আব্দুল হক কামালী, মো: সাইফুর কামালী ও আমির খান সাব্বির প্রমূখ।
উল্লেখ্য- জগন্নাথপুর ও জামালগঞ্জ উপজেলার সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া খাদিমবাড়ী নিবাসী মরহুম শাহ আবু তাহের কামালী গত ১১ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031