সর্বশেষ

» কানাইঘাট থানা পুলিশের হাতে মাদক মামলার আসামী সহ ৮জনকে আদালতে প্রেরন

প্রকাশিত: ২৯. মার্চ. ২০২২ | মঙ্গলবার


Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট থানা পুলিশ মাদক সহ ২জন এবং ওয়ারেন্ট ভূক্ত ২জন আসামীকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায় নিয়মিত মাদক মামলায় গত সোমবার গভীর রাতে সুরইঘাট এলাকা থেকে স্থানীয় বাউরভাগ ২য় খন্ড গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র শহিদ আহমদ (৩৪) ও দক্ষিন বানীগ্রামের জামাল উদ্দিনের পুত্র সুরইঘাট এলাকায় বসবাসরত নছির আহমদ (২৭) কে গ্রেফতার করে পুলিশ। এছাড়া পৃথক অভিযান চালিয়ে সোমবার রাতে পুলিশ ওয়ান্টে ভূক্ত আসামী উপজেলার বীরদল আগফৌদ গ্রামের সিদ্দেক আলীর পুত্র হাসনাতুল কালা মিয়া, বীরদল পশ্চিমপাড়া গ্রামের সমছুল হকের পুত্র নজরুল ইসলাম কে গ্রেফতার এবং ৩৪ ধারায় দূর্লভপুর গ্রামের ফরিদ আহমদের পুত্র জাহের আহমদ (২৫) আটক করে গতকাল মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। এদিকে ৫দিন পুলিশি রিমান্ডের পর ডাকাতি মামলার আসামী জকিগঞ্জ উপজেলার মাতারগ্রাম মানিকপুর গ্রামের সুহাগ মিয়ার পুত্র ডাকাত বিল্লাল, ছইফাবাদ লোহার মহল গ্রামের হেলাল আহমদের পুত্র জাকির হোসেন ও কানাইঘাট উপজেলার নিজ গাছবাড়ী গ্রামের সিফত উল্লার পুত্র সাহাব উদ্দিন কে আদালতে গতকাল সোপর্দ করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code