সর্বশেষ

» মাওলানা হুছামুদ্দীন ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি, অভিনন্দন

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সংবিধানের ৭৬নং অনুচ্ছেদ অনুসারে এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬ ধারার ২৪৭ ও ২৪৮ বিধিতে ১৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়।

জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কানাইঘাটের বিভিন্ন মহল।

অভিনন্দন দাতারা হলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি হাফিজ ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাও. আল-আমিন সিদ্দিকী, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, বর্তমান সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সিলেট বারের আইনজীবি এডভোকেট মাহবুবুর রহমান, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জাতীয় ইমাম সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাও. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাও. হাফিজ নজির আহমদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, উপজেলা তালামিজে ইসলামিয়ার সভাপতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমদ প্রমুখ।

 

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031