সর্বশেষ

চলছে প্রচার-প্রচারণা, ২৯ সেপ্টেম্বর জমিয়তে উলামার জাতীয় কাউন্সিল অধিবেশন

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২২ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ৪র্থ জাতীয় কাউন্সিল অধিবেশন আগামী ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
জাতীয় কাউন্সিল অধিবেশনকে সামনে রেখে জমিয়তে উলামার নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা অধীর আগ্রহে তাদের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের জন্য জাতীয় কাউন্সিল সফলের প্রস্তুতি নিচ্ছেন। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে কর্মী সম্মেলন শুরু হবে এবং বাদ যুহর সারা দেশ থেকে আগত জমিয়তে উলামার শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। এদিকে কাউন্সিল অধিবেশন সফলের লক্ষ্যে সিলেট জেলা সহ দেশের বিভিন্ন উপজেলায় পোস্টার-লিফলেট বিতরণ চলছে এবং বিশেষ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ আলেম-উলামাদের সাথে মতবিনিময় অব্যাহত রয়েছে।
জাতীয় কাউন্সিল সফলের জন্য দলের মুহতারাম আমীর শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুলর্ভপুরী ও মহাসচিব শায়খুল হাদিস আল্লামা নজরুল ইসলাম ক্বাসেমী জমিয়তে উলামা, আনসার ও জমিয়তে তালাবার সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031