সর্বশেষ

» সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর আ.লীগের দুই দিনের শোক কর্মসূচি

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: সাবেক অর্থমন্ত্রী ও ভাষা সংগ্রামী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দু’দিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে।

শনিবার দুপুরে নগরীর হাফিজ কমপ্লেক্সে জেলা ও মহানগর আওয়ামী লীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন। তিনি বলেন, যেহেতু সামনে ঈদ তাই কালো ব্যাজ ধারণসহ আমরা দু’দিনের শোক কর্মসূচীর সিদ্ধান্ত নিয়েছি।

রোববার দুপুর ১২টায় সকল স্তরের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে জন্য মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দুপুর ১২টায় মরদেহে শ্রদ্ধা নিবেদন। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রায়নগরস্থ ডিপুটি বাড়িতে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে;

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষে আজ শনিবার ও রোববার ২ দিনব্যাপী শোক পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে:

কালোব্যাজ ধারণ;

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন;

সিলেটের সকল উপজেলায় ও সিলেট মহানগরের সকল ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও মন্দিরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন।

পবিত্র ঈদুল ফিতরের পরের দিন বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031