- তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আগামীর বাংলাদেশের মুক্তির সনদ: ভিপি মাহবুব চৌধুরী
- ‘Mind-boggling’ poker fraud used X-ray tables, high-tech glasses and NBA players
- Erdogan says U.S., others must press Israel to abide by Gaza ceasefire
- Bangladesh’s Yunus could quit over lack of reform progress, student leader says
- Zelensky meeting King in Windsor ahead of talks with European leaders
- কানাইঘাটে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- কানাইঘাট রায়গড় থেকে পঞ্চম শ্রেণী পড়ুয়া মাইমুনা জান্নাত সকাল থেকে নিখোঁজ!
- সিলেট অনলাইন প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাতে উইমেন চেম্বারের পরিচালনা পর্ষদ
- কানাইঘাটে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ
- যুক্তরাষ্ট্রের মিশিগানে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাষ্টার হাজী ওসমান গনি সংবর্ধিত
লাফার্জ হোলসিমের বিরুদ্ধে অবৈধ চুনাপাথর ব্যবসার অভিযোগ
প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক::
বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মেরে অবৈধভাবে চুনাপাথর ব্যবসা করছে। তারা খোলাবাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন সিলেট বিভাগের চার চেম্বারের নেতারা। তারা বলেন, খোলাবাজারে চুনাপাথর বিক্রির ফলে বৃহত্তর সিলেটের ছাতক, ভোলাগঞ্জ, তামাবিল, বড়ছড়া, বাগলি শুল্ক স্টেশনের সমস্ত আমদানিকারকগণ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পাথর ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রায় ৫ শতাধিক ক্রাশার মিলের ব্যবসায়ীগণ প্রায় ২ হাজার কোটি টাকার মত পুঁজি হারিয়ে দেউলিয়া হওয়ার আশঙ্কার কথাও জানান নেতৃবৃন্দ। অবিলম্বে এই অবৈধ ব্যবসা বন্ধ করে সিলেটের পাথর ব্যবসায়ী এবং শ্রমিকদের জীবিকা নির্বাহের পথকে সুগম করে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
বুধবার (২০ এপ্রিল) সিলেটের একটি অভিজাত রেষ্টুরেন্টে ছাতক লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানি কর্তৃক অবৈধভাবে ক্রাশিংকৃত চুনাপাথর খোলাবাজারে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলনে এমন দাবী করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক, ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট ও সুনামগঞ্জ চেম্বারের পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের সাথে একমত পোষণ করেন সিলেট বিভাগের ব্যবসায়ীদের শীর্ষ চারটি সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, দি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং দি হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে সেলিম চৌধুরী বলেন, চুনাপাথর ব্যবসার সাথে বৃহত্তর সিলেটের ছাতক, ভোলাগঞ্জ, তামাবিল, বড়ছড়া, বাগলিশুল্ক স্টেশনের হাজারহাজার ব্যবসায়ী ও শ্রমিকরা জড়িত। চুনাপাথর আমদানি ও বিক্রয়ের সাথে জড়িত ব্যবসায়ীরা সরকারকে বানিজ্যিকহারে ভ্যাট ও অগ্রিম টেক্স দিয়ে থাকেন। আর লাফার্জ উৎপাদনমুখি শিল্পের কাচামালের ঘোষণা দিয়ে অত্যন্ত কম ভ্যাট ও টেক্সে ট্রেডিং ব্যবসা শুরু করেছে।
তিনি আরও বলেন, তারা সিমেন্ট উৎপাদন করতে এসেছে, চুনাপাথর ক্রাশিং করে বিক্রির জন্য নয়। ট্রেডিং ব্যবসার কোনো অনুমতি তাদের নেই। এমনকি পৌরসভার লে-আউট প্লান ও ট্রেড লাইসেন্সও নেই। অথচ প্রতিদিন এক লাখ ৮০ হাজার মেট্রিক টন চুনাপাথর ক্রাশিং করে ছাতক ঘাট থেকে বিক্রি করছে লাফার্জ। আগামিতে হয়তো তারা ৫ লাখ ঘনফুট বিক্রি করবে। এজন্য তারা জমি অধিগ্রহন ও মেশিন ক্রয় করেছে ।
বক্তব্যে বলা হয়, লাফার্জ কনভেয়ার বেল্টের মাধ্যমে বছরে ভারত থেকে ৫০ লাখ মেট্রিক টন চুনাপাথর ক্রয়ের লক্ষ্য নিয়েছে। এরমধ্যে মাত্র ১০ লাখ সিমেন্টের কাচামাল হিসেবে ব্যবহার করবে আর বাকি ৪০ লাখই ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি করবে। সিলেট বিভাগের ব্যবসায়ীরা সম্মিলিতভাবে বছরে ২০-২৫ লাখ মেট্রিক টন চুনাপাথর আমদানি করে থাকেন। এ ব্যবসায় ২ হাজার কোটি টাকা পুঁজি বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের প্রতিটনের খচর হয় ৩ হাজার ৭শ টাকা আর লাফার্জের বেল্টের মাধ্যমে নিয়ে আসতে খরচ হয় ১ হাজার ৭শ টাকা। এ অসম প্রতিযোগিতায় ব্যবসায়ীরা কিভাবে ঠিকবে। অতীতে ব্যর্থ হয়ে সর্বশেষ মহামারিকালে তারা অবৈধভাবে খোলাবাজারে পাথর বিক্রি শুরু করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিষয়টি বিভিন্ন মন্ত্রনালয়, ব্যবসায়ীক নেতা, জেলার সংসদ সদস্যসহ সকলকে অবহিত করা হয়েছে। তারপরও ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি বন্ধ করছে না লাফার্জ। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে সিলেট চেম্বারের সভাপতি তাহমিদ আহমদ ও সাবেক সভাপতি এটিএম শোয়েব জানান, সিলেট থেকে ধীরে ধীরে বড় ব্যবসা তুলে নেওয়া হচ্ছে। একটি চক্র কৌশলে এসব করছে। কয়লার পর তারা এবার চুনাপাথর ব্যবসা বন্ধ করতে চাচ্ছে। এর আগে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে।
তাহমিদ আহমদ বলেন, এভাবে চলতে থাকলে সীমান্তের সব ব্যবসা বন্ধ করে সিলেটবাসীকে বিদেশে গিয়ে অবস্থান করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক পৌরসভার সাবেক মেয়র ও ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ মজনু, সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সুনামঞ্জ চেম্বারের পরিচালক খন্দকার মঞ্জুর আহমদ, এনামুল হক, সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, ফাহিম আহমদ চৌধুরী, কাজি মোস্তাফিজ, ব্যবসায়ী আবুল হাসান, অরুণ দাস, সৈয়দ আহমদ আলী, ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের সাহাব উদ্দিন, বশির আহমদ, তামাবিল শুল্কস্টেশনের সারওয়ার হোসেন সেদু, ইলিয়াস উদ্দিন লিপু, সুতারকান্দির শাহ আলম, জুয়েল আহমদ, জকিগঞ্জের হারুনুর রশিদ, আবুল কালাম, তাহিরপুরে আলা উদ্দিন খন্দকার প্রমুখ।
সর্বশেষ খবর
- তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আগামীর বাংলাদেশের মুক্তির সনদ: ভিপি মাহবুব চৌধুরী
- ‘Mind-boggling’ poker fraud used X-ray tables, high-tech glasses and NBA players
- Erdogan says U.S., others must press Israel to abide by Gaza ceasefire
- Bangladesh’s Yunus could quit over lack of reform progress, student leader says
- Zelensky meeting King in Windsor ahead of talks with European leaders
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
- জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের পথ চলা অব্যাহত থাকবে : মুহাম্মদ সেলিম উদ্দিন
এই বিভাগের আরো খবর
- তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আগামীর বাংলাদেশের মুক্তির সনদ: ভিপি মাহবুব চৌধুরী
- কানাইঘাটে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- কানাইঘাট রায়গড় থেকে পঞ্চম শ্রেণী পড়ুয়া মাইমুনা জান্নাত সকাল থেকে নিখোঁজ!
- সিলেট অনলাইন প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাতে উইমেন চেম্বারের পরিচালনা পর্ষদ
- কানাইঘাটে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

