সর্বশেষ

» ষষ্ঠ ধাপে সিলেটের ২৫ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২২ | রবিবার

নিজস্ব প্রতিবেদক:  ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সিলেট বিভাগের ২৫টি ইউনিয়নে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

ষষ্ঠ ধাপে সিলেট বিভাগের সিলেট জেলার ১৭টি এবং হবিগঞ্জ জেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

যারা পেলেন মনোনয়ন:
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া, সাদিপুরে সাহেদ আহমেদ, পশ্চিম পৈলনপুরে হান্নান মিয়া, বুরুঙ্গা বাজারে আখলাকুর রহমান, গোয়ালাবাজারে পীর মজনু মিয়া, তাজপুরে ফয়ছল হোসেন সুমন, দয়ামীরে হিরন মিয়া ও উছমানপুরে ওয়ালি উল্লাহ বদরুলকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে ফয়ছল আহমদ ও খাজাঞ্চীতে আরশ আলী গণি নৌকা প্রতীক পেয়েছেন।

দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে জবরুল ইসলাম জগলু, তেতলীতে আতিকুর রহমান ও কামালবাজারে আব্দুর রবকে মনোনয়ন দেওয়া দেওয়া হয়েছে।

গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে মোহাম্মদ নজরুল ইসলাম, পশ্চিম আলীরগাঁওয়ে গোলাম কিবরিয়া হেলালেএবং মধ্য জাফলংয়ে ফারুক আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউপিতে আলকাছ আলীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এদিকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়েনে হারুন অর রশীদ, পুঁটিজুরি মুদ্দত আলী, সাতকাপনে নারায়ণ চন্দ্র পাল, বাহুবল সদরে রিফাত ইসলাম মুরাদ, লামাতাসীতে সাইফুর রহমান জুয়েল, মিরপুরে সাইফুদ্দিন ও ভাদেশ্বরে কামরুজ্জামান নৌকা প্রতীক পেয়েছেন। শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইইপিতে আব্দুস সামাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031