সর্বশেষ

» কানাইঘাটের ৯টি ইউপি নির্বাচনে নৌকার মনোয়ন প্রত্যাশি অর্ধশতাধিক

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২১ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি অর্ধশতাধিক প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। যদিও বা চতুর্থ দফায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশীলে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নাম না থাকলেও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিরা গত কয়েক মাস থেকে নির্বাচনীয় এলাকায় তাদের কর্মী সমর্থকদের নিয়ে উঠান বৈঠক, মতবিনিময়ের পাশাপাশি নির্বাচনী ব্যানার, বিলবোর্ড দিয়ে নিজেদের আওয়ামীলীগের নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচার চালাচ্ছেন। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলকে সুসংগঠিক করার জন্য কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার ৯টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী যাকে করা হবে তার পিছনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য দলের নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ৯টি ইউনিয়নে অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি হওয়ায় দলের নেতৃবৃন্দ এ নিয়ে বেশ বেকায়দায় রয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশিরা একে অন্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে নালিশ জানানোর পাশাপাশি নিজেদের কর্মী সর্মথকদের নিয়ে নির্বাচনী এলাকায় বেশ তৎপর রয়েছেন। তবে তৃনমূলের অনেক নেতাকর্মী জানিয়েছেন প্রার্থী বাছাই নিয়ে বেশ সমস্যা হতে পারে। যার কারনে দলে কোন্দলের পাশাপাশি অনেকে নৌকার মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হতে পারেন। তপশীল ঘোষনার পর ৯টি ইউনিয়নে সভা করে তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে বলে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন। জানা গেছে ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে রয়েছেন ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক পাথর ব্যবসায়ী বর্তমান ইউপি সদস্য তমিজ উদ্দিন, বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ গ্রহনকারী আলা উদ্দিন মড়াই, সাবেক ছাত্র নেতা ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নাজিম উদ্দিন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জেমসলিও ফারগুশন নানকা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রী রিংকু চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য আলিম উদ্দিন, সিলেট বারের আইনীজীবি এডঃ হারিছ আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা প্রবাসী আনোয়ারুল হক, ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন কাজল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোহিন চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, প্রবাসী আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন চৌধুরী, ৪নং সাতবাঁক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান, ইউপি আওয়ামীলীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী, সাধারন সম্পাদক বর্তমান ইউপি সদস্য আব্দুন নূর, আওয়ামীলীগ নেতা আলী হোসেন, ৫নং বড়বচতুল ইউনিয়নে ইউপি আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুবশি^র আলী চাচাই, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জাকারিয়া আলম জামিল, কানাইঘাট সদর ইউনিয়নে বিগত ইউপি নির্বাচনের নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সম’বিষয়ক সম্পাদক হুসেন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক আফসর উদ্দিন আহমেদ চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মামুন আহমদ, সিলেট মহানগর শ্রমিকলীগ নেতা এনামুল হক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আহমেদুল কবির মান্না, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুফ আহমদ, সাতবাঁক দক্ষিন বানীগ্রাম ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ আহমদ, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মামুন রশিদ, সাবেক ছাত্রনেতা আখলাকুল আম্বিয়া, সাবেক ছাত্রনেতা বাবুল রানা, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ নেতা বিগত ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জালাল আহমদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা সায়েম আহমদ, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ, শিব্বির আহমদ ওসমানী ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে ইউপি আওয়ামীলীগের সভাপতি বিলাল আহমদ, ইউপি আওয়ামীলীগের সহসভাপতি সাবেক ছাত্রনেতা সাংবাদিক আলী আকবর চৌধুরী কুহিনুর, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম সাগর, আওয়ামীলীগ নেতা সুহেল রানার নাম জোরে সুরে উচ্চারিত হচ্ছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031