২ থেকে ১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিন প্রয়োগের সুপারিশ

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২১ | মঙ্গলবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক:: ভারত বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন কোভ্যাক্সিন ২ থেকে ১৮ বছর বয়সীদের প্রয়োগ শুরুর সুপারিশ করেছে একটি বিশেষজ্ঞ প্যানেল।

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার এই সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। অনুমোদন পেলে এটি হবে শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন পাওয়া দ্বিতীয় টিকা।

Manual4 Ad Code

হায়দ্রাবাদভিত্তিক ভারত বায়োটেক গত সেপ্টেম্বরে ১৮ বছরের কম বয়সীদের ওপর কোভাক্সিনের ট্রায়াল পরিচালনা করে। চলতি মাসের শুরুতে ড্রাগস অ্যান্ড কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে ওই ট্রায়াল সংক্রান্ত তথ্য জমা দেয়া হয়। সেই তথ্য পর্যালোচনা করেই শিশুদের উপর কোভাক্সিন প্রয়োগের ছাড়পত্র দিবে সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)।

Manual2 Ad Code

 

এর আগে, গত আগস্টে জাইডাস ক্যাডিলার তিন ডোজের ডিএনএ টিকা প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন পায়। শিশুদের জন্য অনুমোদন পেতে যাওয়া সম্ভাব্য তৃতীয় টিকা হতে যাচ্ছে সেরাম ইনস্টিটিউটের নোভাভ্যাক্স।

Manual1 Ad Code

গত মাসে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল এই টিকাটি সাত থেকে ১১ বছর বয়সীদের ওপর পরীক্ষার অনুমোদন দেয়। প্রাপ্তবয়স্কদের প্রায় ৯৬ কোটি ডোজ টিকা প্রয়োগের পর ভারত এখন শিশুদের টিকাদানের ওপর গুরুত্ব দিচ্ছে।

Manual4 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code