সর্বশেষ

» গোলাপগঞ্জে প্রাইভেট কার-পিকআপের সংঘর্ষ : নিহত ২, আহত ৪

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা ও নাতি নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিয়ানীবাজার মোল্লাপাড়া ইউনিয়নের জলঢুপ পাতন (বর্তমান পাতন উচপাড়া) গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)।

এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন ব্যক্তি। আহতরা হলেন একই গ্রামের পাতন উচপাড়া গ্রামের হুছনা বেগম (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দীন (২৫)।

জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার ও সিলেট থেকে কানাইঘাটগামী একটি পিক আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু সহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো গুরুতর আহত হয়েছেন আরো ৪জন। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031