সর্বশেষ

» গোলাপগঞ্জ বাঘায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, পররাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা

প্রকাশিত: ০৪. জুন. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: গোলাপগঞ্জে সিলেট-বুরহান উদ্দিন সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছেন গোলাগঞ্জের বাঘা এলাকার শত শত ভুক্তভোগী মানুষ।

শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার বাঘা ইউনিয়নের সোনাপুর চৌমুহনীতে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে সমাজসেবী নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে ও সংগঠক সুফিয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘা ইউপির সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজী বুরহান উদ্দিন রোড সংরক্ষণ পরিষদের আহবায়ক ইউনুস আহমদ, আবুল হাসনাত, আবুল কালাম, আহাদুর রহমান কামরুল, আব্দুল কাদির সেলিম, তজম্মুল আলী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নজমুল ইসলাম।

বক্তব্য রাখেন সমাজসেবী ফুরুক আল মাহমুদ, জিল্লু খান, বাহরাইন প্রবাসী ছানু মিয়া,গোলাপনগর আইডিয়াল একাডেমীর পরিচালক দেলোয়ার হোসেন, মুরাদপুর বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মতিন আহমদ, পীরের চক ইউনাইটেড সংস্থার সহ সাধারণ সম্পাদক আলী আহমদ, সমাজসেবী জাহাঙ্গীর হোসেন টিপু।

এছাড়াও বক্তব্য রাখেন হাসান আহমদ, আব্দুল ফাত্তাহ, আশরাফ হোসাইন জিবান, হেলিম আহমদ, আবু তাহের, মাওলানা জাফর আহমদ, জাকির আহমদ, রিয়াজ উদ্দিন, আব্বাস উদ্দিন, জাবেদ আহমদ, আমির উদ্দিন , বদরুল ইসলাম, কামরান, মাহমুদ আহমদ, জুয়েল আহমদ, লুৎফেগীর আহমদ, মিসবাহ আহমদ, ফয়সল আহমদ, আলমাছ আহমদ, লিটন আহমদ, জাকির আহমদ, আব্দুল আহাদ, আবুল আহমদ, জামিল আহমদ, রায়হান আহমদ, এনামুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেট থেকে বুরহানউদ্দিন রোড হয়ে গাছবাড়ী কানাইঘাট সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তে পরিণত হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তাটিতে প্রতিনিয়ত ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে।

বক্তারা আরো বলেন, রাস্তা সংস্কারের জন্য তারা ইতিমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে কয়েক বার যোগাযোগ করলেও তাদের দাবি কেউ কর্ণপাত করেননি। মানবন্ধনে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- খুব দ্রুত সিলেটের গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না করলে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দেন। রাস্তাটি সংস্কারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মুমিন ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির সুদৃষ্টি কামনা করেছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031