সর্বশেষ

» আলোকিত পাঠশালাকে শাহ ফাউন্ডেশনের ঈদ উপহার

প্রকাশিত: ১১. মে. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: 

কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং জনসমাগমে রোগের বিস্তার যাতে না হয়, তা মাথায় রেখে জনসমাগম এড়িয়ে ফ্রি কমিউনিটি স্কুল আলোকিত পাঠশালার ছোট্ট সোনামণিদেরকে প্রতিনিধি মারফত ঈদ খাদ্য সামগ্রী পৌছে দিলো শাহ ফাউন্ডেশন, এতে লাচ্ছা সেমাই, দুধ, চিনিসহ ঈদের দিনের খাবার সামগ্রী প্রদান করা হয়। প্রসঙ্গত, আলোকিত পাঠশালা ২০১৫ সাল থেকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বাচ্চাদেরকে বিনামূল্যে পড়াশোনা করানোর ব্যবস্থা করে আসছে। আলোকিত পাঠশালার পক্ষে উপহার গ্রহণ করেন পরিচালক নিশাত শাহরিয়ার, করোনাকাল বিবেচনায় সুবিধাভোগী কেউ সশরীরে হাজির হননি, প্রতিনিধির মাধ্যমে যার যার উপহার পেয়েছেন৷

এ প্রসঙ্গে শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকী শাহ ফরিদী বলেন, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে সাধ্যের মধ্যে যখন যা সম্ভব তা করার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে শাহ ফাউন্ডেশন। রমজান মাসের এ কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ, করোনার কারনে বিতরণ পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতেও শাহ ফাউন্ডেশনের সমাজ সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন অ্যাডভোকেট শাকী শাহ ফরিদী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ ইংলিশ জোনের সিইও হাফিজ শাহ শাহীনুর আলী, জাহেদ ট্রেভেলসের স্বত্ত্বাধিকারী জাহেদ আহমেদ, তরুণ সমাজসেবী ও ট্রাভেল ট্যুর অপারেটর আশরাফুল হক রনি (রনি তালুকদার), আহাদ আহমদ, ইমরান আহমদ, জিয়া উদ্দিন, জসিম মিয়া প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031