সর্বশেষ

» ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

প্রকাশিত: ০৩. মার্চ. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদসহ সকল হত্যার বিচার ও ভিন্নমত, সমালোচনা, গণমাধ্যম দমনের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পরিবাগ মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। তখন সমাবেশ করে আগামী ২৬শে মার্চে মধ্যে সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আল্টিমেটাম দেন তারা। এর আগে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অতিথি হিসাবে উপস্থিত আছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নাগরিক ঐকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরো অনেকে। সমাবেশে অংশ নিয়েছেন, সাধারণ ছাত্র অধিকার পরিষদসহ বামপন্থি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। প্রেসক্লাবের সামনে থেকে কিছুক্ষণের মধ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা শুরু হবে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য উপস্থিত রয়েছেন।।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031