সর্বশেষ

» সিলেট উইমেন চেম্বারে নারী উদ্যোক্তাদের কর্মশালা ও সনদ বিতরণ

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২০ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: সিলেট উইমেন চেম্বার প্রথম বাংলাদেশে নতুন এসএমই ডিপি-২ প্রকল্পের আওতায় বাংলাদেশে প্রথম সিলেট উইমেন চেম্বারের সাথে নারী উদ্যোক্তাদের ‘মেন্টোরিং উইমেন এন্টারপ্রেনিয়ার অ্যান্ড এক্সেস টু ফিনান্স’ নিয়ে দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে।

পরে মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর বারুতখানা এলাকার একটি অভিজাত হোটেলে কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরণ করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে ২০জন নারী উদ্যোক্তাদের অ্যাক্সেস টু ফিনান্স সম্পর্কে জানানো এবং কিভাবে নারী উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে ব্যাংকের সাথে সম্পর্ক সুদৃঢ় করণের প্রশিক্ষণ প্রদান করা হয়।  এই কর্মশালায় প্রধান অতিথি বলেন, যে এই প্রকল্প বাংলাদেশে এই প্রথম শুরু হয়েছে যার মাধ্যমে নারী উদোক্তারা তাদের ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে।

এই কর্মশালা পরিচালিত অবস্থায়, ডাচ বাংলা ব্যাংকের সহসভাপতি দ্বিতীয় দিনের কর্মশালায় যোগদান করেন। এবং তিনি আস্বস্থ করেন যে ডাচ বাংলা ব্যাংক সবসময় এসএমই উদ্যোক্তাদের সহযোগিতা করে আসছে। সিলেট উইমেন চেম্বারে নারী উদ্যোক্তা হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে ডাচবাংলা ব্যাংক এর সাথে নারী উদ্যোক্তাদের সম্পর্ক আরো জোরদার হবে।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রকল্প পরিচালক ও ডিজিএম রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই আনোয়ার ফারুক তালুকদার, ডাচ বাংলা ব্যাংক জিন্দাবাজার শাখার ম্যানেজার তাহমিদ বখত চৌধুরী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মহিলা উন্নয়ন প্রকল্পের পরামর্শক মিসলিলিথ অ্যাসোত্রিয়াম, আহমেদ জুবায়ের ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বিধান চন্দ্র সাহা।

আরো উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের পরিচালক লুবনা ইয়াসমিন, নাসরিন বেগম, বিউটি বর্মন, ওয়াহিদা আখলাক, সালসাবিলা মাহবুব কানতা, শিউলী বেগম, হাসনা হেনা, খালেদা বেগম প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031