সর্বশেষ

» সিলেট জেলা পুলিশের উদ্যোগে চালু হলো রিক্রেয়েশন সেন্টার

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: সিলেট জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক কল্যান সভা অনুষ্টিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ এসপি শামছুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত কল্যান সভায় জেলা পুলিশের অফিসার ফোর্সের কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো: মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) নজরুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) মো: আব্দুল করিম ও সকল থানার অফিসার ইনচার্জ।

পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম গত জুলাই মাসের কল্যান সভার প্রস্তাবের প্রেক্ষিতে পুলিশ লাইন্সে রিক্রেয়েশন সেন্টার উদ্ভোধন করেন। যাতে কম্পিউটার ল্যাব এবং আধুনিক জিমনেশিয়ামসহ বিনোদন কক্ষ রয়েছে।

 

এদিকে বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে। সভায় পুলিশ সুপার জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখাসহ জনগনের জান মাল রক্ষার্থে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে সকল অফিসারদের দিক নির্দেশনা প্রদান করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031