সর্বশেষ

» সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন

প্রকাশিত: ২৪. মে. ২০১৮ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার:: ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ চলাকালে দৃশ্যধারণ করায় জকিগঞ্জ টিভির স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ চৌধুরীসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ ও স্থানীয় সাধারণ মানুষ। বুধবার (২৩ মে) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনা অত্যন্ত পীড়াদায়ক। ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন, অনতিবিলম্বে দোষীদের আইনেও আওতায় নিয়ে না আসলে জোরালো আন্দোলন ঘোষণা করা হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক রহমত আলী হেলালী, রায়হান আহমদ, আব্দুর রহিম, কামরুল ইসলাম, মাজেদুল হক প্রমূখ। প্রসঙ্গত, সোমবার (২১ মে) কালিগঞ্জ বাজারের পূর্ব পাশে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে আব্দুর রশিদ চৌধুরীর উপর হামলা চালায় ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়। এই ঘটনার পর থেকে সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031