সর্বশেষ

» কানাইঘাটে দিঘীরপার ইউপি বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৫ | বুধবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি ঃ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় দুস্থ ও সাধারণ মানুষজনদের নিয়ে কানাইঘাট দিঘীরপার পূর্ব ইউপি বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টায় সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে হারিছ চৌধুরী অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
দিঘীরপার ইউপি বিএনপির সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন এবং এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহŸায়ক হাফিজ আহমদ সুজনের যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য বিএনপি নেতা রফিকুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান রনি সারোয়ার চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রশিক্ষণ সম্পাদক শফিকুর রহমান মেনন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাও. মুফতি এবাদুর রহমান, দিঘীরপাড় ইউপি জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাও. মাহমুদুর রহমান খান, নায়েবে আমির আব্দুর রহিম, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুক্তরাজ্য বার্মিংহাম ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমদ।
বক্তব্য রাখেন, দিঘীরপার ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি বিএনপির সভাপতি আশরাফুল আম্বিয়া, কানাইঘাট পৌর বিএনপির সহ সভাপতি হাজী জালাল উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক এবাদুর রহমান লালই সহ উপজেলা ও দিঘীরপার ইউপি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী বলেন, মাহে রমজানের তাকওয়া অর্জনের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের দেশ ও জাতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে যারা বিভেদ অনৈক্য সৃষ্টি করতে চায় তারা দল ও দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে আগামীদিনের সমৃদ্ধ দেশ গঠনে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাতে করে আবারো দেশের জন্য কাজ করতে পারেন এজন্য তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান তিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual8 Ad Code