সর্বশেষ

» প্রজন্ম ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে কানাইঘাটে ইমামদের মধ্যে হাদিয়া ও সার্টিফিকেট বিতরণ

প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধিঃ প্রজন্ম ডেভেলপমেন্ট প্রজেক্ট সিলেটের উদ্যোগে মাহে রমজানকে সামনে রেখে  কানাইঘাট পৌরসভা ও সদর ইউনিয়নের জামে মসজিদের ১০৪ জন ইমামদের মধ্যে হাদিয়া ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে ইমামদের মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করেন প্রজন্ম ডেভেলপমেন্টের সিইও মোঃ মাছুম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর বিলাল আহমদ, কানাইঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবা মাও. জামাল উদ্দিন, দারুল উলূম মাদ্রাসার শিক্ষক ক্বারী হারুনুর রশীদ চতুলী, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাও. রিয়াজ উদ্দিন সহ আরো অনেকে।
হাদিয়া ও সার্টিফিকেট বিতরণকালে সংগঠনের সিইও সমাজসেবী মোঃ মাসুম আহমদ বলেন, দীর্ঘদিন থেকে আর্থমানবতার সেবায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করে মহান সৃষ্টিকর্তার সন্তোষ্টি হাসিলের জন্য নীরবে নিবৃত্তে প্রজন্ম ডেভেলপমেন্ট প্রজেক্ট সিলেট কাজ করে যাচ্ছে। জাতির পথ পরিদর্শক ইমামগণ ধর্মীয় বাণী মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি সুন্দর সমাজ গঠনের কাজ করে থাকেন, কিন্তু সেভাবে ইমামগণ সম্মানী না পাওয়ার কারনে ভালোভাবে জীবন-যাপন করতে পারেন না। প্রজন্ম ডেভেলপমেন্ট প্রজেক্ট সিলেট ইমামদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও ইমামদের কল্যাণে এ সংগঠনটি কাজ করবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed