সর্বশেষ

নোয়াখালীর ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: জুনায়েদ বাবুনগরী

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২০ | সোমবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক:: নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

Manual7 Ad Code

 

সোমবার (৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাবুনগরী এই দাবি জানান।

বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, ‘সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নোয়াখালীর এ ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এ ঘটনার বিবরণ শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মানুষ কিভাবে এতটা হিংস্র হতে পারে? বর্বরোচিত কায়দায় এভাবে কোন মা-বোন নির্যাতনের শিকার হওয়ার পর চুপ করে ঘরে বসে থাকা যায় না।’

Manual1 Ad Code

 

আল্লামা বাবুনগরী আরও বলেন, ‘এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লম্পটদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি তা বড়ই দুঃখজনক। অবহেলার এ দায় স্থানীয় প্রশাসন কখনো এড়াতে পারে না। দেশে একের পর ধর্ষণের ঘটনার পরও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। যার কারণে ধর্ষণ আজ  মহামারির আকার ধারণ করেছে।’

Manual5 Ad Code

 

বিবৃতিতে আরও বলা হয়, পর্দা নারীর মৌলিক অধিকার। পর্দাতেই নারী সর্বাধিক নিরাপদ। নারীকে নিরাপদে রাখতে পারলে তখন ব্যক্তি, দেশ, জাতি ও সমাজ, সংসার সবকিছুই নিরাপদ। ধর্ষণ, নারী নির্যাতন এসব রোধে পর্দা বাধ্যতামূলক করার বিকল্প নেই।

 

Manual4 Ad Code

বাবুনগরী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অতি দ্রুত সময়ের মধ্যে নোয়াখালীর বর্বরোচিত এ ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এর প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে উঠতে পারে।’

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code