সর্বশেষ

» সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের কর্মবিরতি

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৪ | সোমবার

চেম্বার ডেস্ক: নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরাও তিন ঘন্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছেন।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের সদস্যরা।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক এক দফা দাবি আদায়ের লক্ষ্যে
দেশের সকল মেডিকেল কলেজ হাপসাতাল, জেলা হাসপাতাল ও সকল স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী কর্মবিরতি ও লাল ব্যাজ ধারণ করা হয়।
জানা যায়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারন করে উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবিতে তিন দিনের কর্মবিরতি ঘোষণা কর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক, সোহেল আহমদ বলেন, স্বাস্থ্যসেবার জরুরী বিভাগ, ইমারজেন্সী ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এইচডিইউ ইউনিটগুলি কর্মবিরতির আওতামুক্ত রেখে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছি আমরা। আগামীকাল থেকেও একই ধারায় আমাদেও কর্মবিরতী অব্যাহত থাকবে।
নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাসরিন বলেন, সারা দেশের ন্যায় আমরাও কর্মবিরতী পালন করছি। তবে আমরা মানবিক দিক বিবেচনা করে নার্সদের একটি টিম জরুরী স্কোয়াডে নিয়োজিত রেখেছি। যাতে ইমারজেন্সি রোগিদের ক্ষেত্রে নার্সেস সেবা অব্যাহত থাকে।
এসময় উপস্থিত ছিলেন, মোছাম্মাৎ ফেরদৌসী আক্তার বেগম, মোঃ জসীম উদ্দিন সরকার, জাহাঙ্গীর আলম, নাজমা বেগম, কবির আহমেদ, গোলাম রাব্বানী, অরবিন্দ চন্দ্র দাস, শামীমা নাসরিন, সোহেল আহমেদ, রেখা রানী, জসিম উদ্দিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, কবির আহমেদ, নিলুফা ইয়াসমিন, অরোবিন্দু চন্দ্র দাস, গোলাম রব্বানী, গোলাম কিবরিয়া, সোহেল আহমেদ, কবীর আহমেদ, সাফিনা আক্তার, আসমা আক্তার খানম, ইমরান আহমেদ তপাদার, নাহীমা আক্তার, কিবরিয়া খোকন, আমীর উদ্দিন, সমির চন্দ্র দাস, জিয়াউর রহমান, মোস্তাক আহমদ, মোঃ আমিনুল ইসলাম, সোহেল আহমেদ, সবিতা রানী, ইমরান আহমেদ তপাদার, কিবরিয়া খোকন, আমীর উদ্দিন, টিংকু আচার্য্য, আসমা আক্তার খানম, কাকলি রানী, জেবু, নাহিমা আক্তার, শিক্তা, আফিয়া, ওম্মেলরা, ইয়াসমিন, লোকমান হোসেন, তানভীর আহমেদ, সাজ্জাদ শামীম, এনায়েত আমিন, জিয়াউর রহমান, মোস্থাক আহমদ, এম এন এ চৌঃ (শান্ত), কামরুল ইসলাম, ইলিয়াস আহমেদ, সোহেল আহমেদ, ইমরাম আহমেদ তপাদার, গোলাম কিবরিয়া, তারেক হাসান, কিবরিয়া খোকন, আমীর উদ্দিন, সমির চন্দ্র দাস, টিংকু আচার্য্য, অনুপ (সিনিয়র), সফিনা, শিক্তা রানি, লোকমান হোসেন, সাব্বির আহমদ তপাদার, তানভীর আহমেদ, আসাদ নুর তারেক, তানজিনা জেসমিন চৌঃ, জিয়াউর রহমান, মোস্তাক আহমদ, এনায়েত আল আমিন, কামরুল হাসান, তাজমহল মিয়া, রোকিয়া, ইলিয়াস আহমেদ, ইমাম হোসেন, মাহবুব উদ্দিন সানি, পাপ্পু চন্দ্র, পার্থ সারথি, অনুপ (জুনিয়র), তনয় কুমার সাহা, জায়েদ আহমেদ, হেলাল আহমদ মোহন, দিলু তালুকদার, আব্দুল হাদি, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল কাইউম মিজান, তকি তাহমিদ, ফাহিম, অমিত মিয়া, জুয়েল বাবু, নুসরাত, লাবন্য, জান্নাতুল, রাতুল মিয়া, সোমা নেকরেক, পিংকী রানি রায়, মাঈমুনা, সাবিহা আক্তার, হৃদয়, কুতুব, আনাস, হরিধন, রাজু, সাজেদা লিপি, পান্না, হালিমা, সঙ্গীতা, আফসা প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031