» চূড়ান্ত বিজয় ছাড়া চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলবে : সিলেট জামায়াত

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের বিজয় সময়ের ব্যাপার মাত্র। বাকশালী সরকারের দিন ফুরিয়ে আসছে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার, আমীর জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। ইতোমধ্যে জামায়াত কেন্দ্র আহুত ৩ ধাপের অবরোধ স্বতস্ফূর্তভাবে সফল করার মাধ্যমে দেশবাসী প্রমাণ করেছে নিরপেক্ষ সরকারের দাবীতে জাতি ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট সরকার যত দ্রুত এই দাবী মেনে নিবে ততই দেশ জাতির জন্য মঙ্গল হবে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণর্বহাল করুন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও কারান্তরীণ আলেম উলামাদের নিঃশর্ত মুক্তি দিন। গণতন্ত্রের চূড়ান্ত বিজয় ছাড়া চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলছে, চলবে।

বৃহস্পতিবার জামায়াত কেন্দ্র আহুত টানা ৪৮ ঘন্টার অবরোধের ২য় দিনে নগরীর সিলেট-তামাবিল মহাসড়কের শিবগঞ্জ এলাকায়, সিলেট-সুনামগঞ্জ রোডের সাগরদিঘীর-সুবিদবাজার পয়েন্ট এলাকাসহ বিভিন্ন পয়েন্টে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়। পৃথক মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। এছাড়া মহানগর জামায়াতের সাংগঠনিক সকল থানার উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং ও মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার সকালে নগরীর সিলেট-তামাবিল মহাসড়কের শিবগঞ্জ এলাকায় অনুষ্ঠিত অবরোধ ও মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা রফিকুল ইসলাম, শাহেদ আলী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে জাতি অধির আগ্রহে অপেক্ষমাণ। গণতন্ত্রের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন চলছে চলছে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031