বিরোধী দলগুলোর আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে না : শেখ হাসিনা

প্রকাশিত: ২৬. জুলাই. ২০২৩ | বুধবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক:: বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের টাকা বিদেশে পাচার করেছিল, সেই টাকা দিয়ে এখন আন্দোলন করছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে ইতালির রাজধানী রোমের পার্কো দ্য প্রিন্সিপি দ্য গ্র্যান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আন্দোলন করে নাকি সরকার উৎখাত করবে। তো আমরাও ছেড়ে দিয়েছি যে, ঠিক আছে, করো আন্দোলন, দেখি কত জোর! আমরা তো কাউকে বাধা দিচ্ছি না। কিন্তু আমরা বিরোধী দলে থাকতে তো মাঠেই নামতে দিত না। আওয়ামী লীগ অফিসে কোনো দিন যেতে পারতাম না।’

Manual5 Ad Code

মানিলন্ডারিংয়ের টাকা দিয়ে বিএনপি আন্দোলন করছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘মানি লন্ডারিং করে যে টাকা বাইরে পাঠিয়েছে সেখান থেকে আমরা ৪০ কোটি টাকা উদ্ধার করতে পেরেছি। তারেক জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা, এফবিআই এসে সাক্ষী দিয়েছে। সেখানে তার শাস্তি হয়েছে। গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি; সব কিছুতে সাজাপ্রাপ্ত আসামি। কেয়ারটেকার সরকারের কাছে মুচলেকা দিয়ে চলে গিয়েছিল বিদেশে। আর সেখানে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে কীভাবে? আমার সেটাই প্রশ্ন যে, এত টাকা কোথায় পায়? তার মানে ক্ষমতায় থাকতে যত চোরা টাকা রেখেছে বাইরে সেগুলো দিয়েই এখন আন্দোলন করছে।’

Manual6 Ad Code

শেখ হাসিনা বলেন, ‘২০১৪-এর নির্বাচনে বাধা দেওয়ার জন্য তাদের যে অগ্নিসন্ত্রাস, জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারা, এ রকম নৃশংসতা বোধ হয় পৃথিবীতে আর কেউ দেখেনি। সেখানে কেউ রেহাই পায়নি। যে সাধারণ মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি। আর ওদের রাজনীতি মানুষকে পুড়িয়ে ক্ষমতাকে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করা।’

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code