সর্বশেষ

» জবাবদিহি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২০ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

চেম্বার ডেস্ক:: স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের সম্পদ যথাযথ ব্যবহার নিশ্চিত করারও তাগিদ দেন তিনি।

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সচিবালয়ে মন্ত্রিপরিষদ আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

সরকারি কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে আগামী এক বছর মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করবে, আজ সপ্তমবারের মতো সেই চুক্তি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় ২০১৮-১৯ অর্থবছরের চুক্তি বাস্তবায়ন ও শুদ্ধাচার চর্চায় শীর্ষস্থান অর্জন করা মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে করা ওয়াদা মাথায় রেখেই প্রতিটি বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। জনসেবা দিতে এ সম্পদের সর্বোচ্চ ব্যবহারে প্রশাসনের কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।

Manual8 Ad Code

সেই সঙ্গে করোনার বাধা অতিক্রম করে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা ছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচার চর্চার পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual4 Ad Code