সরকার কাউকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ দিতে পারে না: আ স ম রব

প্রকাশিত: ২০. মে. ২০২২ | শুক্রবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক:: পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, আদালতও কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেয়ার নির্দেশ দিতে পারে না, সরকার তো দূরের কথা।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সমালোচনার জবাব কোনভাবেই ‌‘মৃত্যুদণ্ড’ হয় না। ‘সমালোচনা’ এবং ‘মৃত্যুদণ্ড’ সমকক্ষ নয়। আদালতও কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেয়ার নির্দেশ দিতে পারে না, সরকার তো দূরের কথা। আর রাষ্ট্র কোন নাগরিকের মর্যাদাও ক্ষুন্ন করতে পারে না। মর্যাদা ক্ষুন্ন করা রাষ্ট্রের এখতিয়ার বহির্ভূত।

নিজস্ব  অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য, জনগণকে ফেলে দেয়ার জন্য নয়। এটা একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের ন্যায় শাস্তি প্রয়োগের কোন ‘স্থাপনা’ বা ’বধ্যভূমি’ নয়।

Manual7 Ad Code

সরকারের বিবেচনা ও ঔচিত্যবোধ বিস্ময়কর। দেশের নাগরিককে টুস করে নদীতে ফেলে দেয়া বা পানিতে চুবানি ‘উচিত’-এই ‘মূল্যবোধ’ এবং ‘রাজনৈতিক দর্শন’ সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জিঘাংসার উপকরণ যোগানো সরকারের কর্তব্য নয়, এতে সমাজের মানবিক শৃঙ্খলা ভেঙ্গে পড়বে।

Manual7 Ad Code

বর্তমান সরকার নিজেই প্রমাণ করছে ‘আইনের শাসন’, ‘গণতন্ত্র’ এবং ‘মানবিক মর্যাদা’ সুরক্ষায় সরকার অনুপযুক্ত।

Manual1 Ad Code

‘ক্ষমতা চিরস্থায়ী নয়’- এই অনিবার্য সত্যকে যত দ্রুত উপলব্ধি করতে পারবে, সরকার এবং আওয়ামী লীগের জন্য ততই মঙ্গলজনক হবে।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code