» কানাইঘাট ঝিংগাবাড়ীতে ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতির বাড়িতে হামলা

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২২ | রবিবার

চেম্বার প্রতিবেদক:: 

সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়িতে ইউকে প্রবাসী মোঃ হেলাল উদ্দিনের বাড়িতে এক সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। গতকাল শনিবার (৫ মার্চ) রাত ৮ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়ন শাখা শিবিরের সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিনের বাড়িতে ৮/১০ জন সন্ত্রাসী চাঁদার দাবীতে অতর্কিত এ হামলা করে।
স্থানীয়রা জানান, হেলাল উদ্দিন দীর্ঘদিন থেকে যুক্তরাজ্য বসবাস করছেন, এমতাবস্থায় সন্ত্রাসীরা হঠাৎ গতরাত ৮ ঘটিকার দিকে হেলাল উদ্দিনের বাড়ীতে তার সন্ধান চেয়ে ১০ লক্ষ টাকা দাবী করেন। তখন পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের জিনিসপত্র ভাংচুর করে প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যান।
সন্ত্রাসীরা মুখোশধারী হওয়ায় তাদের চিনতে পারেন নি কেউই।
এমন ঘটনায় পরিবারের সদস্যরা হতবাক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হেলাল উদ্দিনের মা এ প্রতিবেদকে বলেন, আমরা বাড়ীতে একা থাকি, আর এ সুযোগে সন্ত্রাসীরা আক্রমন করে টাকা দাবী করে পরিবারের জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031