সর্বশেষ

» ৪৫ সদস্য বিশিষ্ট গাছবাড়ী ডেভল্যাপমেন্ট এসোসিয়েশন,ইউকের নতুন কার্য নির্বাহী কমিটি গঠন

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২১ | বুধবার

ইকবাল চৌধুরী, লন্ডন থেকে: 

অদ্য ১৮ অক্টোবর সোমবার গাছবাড়ী ডেভল্যাপমেন্ট এসোসিয়েশন ইউকের ২০২১-২০২৩ সেশনের প্রথম সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। স্থানীয় ইস্ট লন্ডন হোয়াইটচ্যাপেল ‘তানজিলে’ অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন আবুল ফাতেহ। আবুল ফজল চৌধুরীর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নতুন নির্বাচিত সভাপতি আবুল ফাতেহ। সভা আয়োজনে আন্তরিক সহযোগিতার জন্য তিনি গত পরিষদের সভাপতি মোঃ মুজিবুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
ট্রেজারার আবুল হারিস উপস্থিত সকল সদস্যগণকে তাঁদের আহবানে সাড়া দিয়ে সভায় যথা সময়ে হাজির হওয়ার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

গোটা অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সেক্রেটারি সুলেমান আহমদ পাটোয়ারী।

সভায় ২০২১-২০২৩ সেশনের জন্য একটি নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন কাঠামো উপস্থাপন করা হয়। সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক আলোচনা পর্যালোচনার পর ৪৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন পরিষদ কাঠামোতে সভাপতি, সেক্রেটারী, ট্রেজারার সহ ১১ জন ভাইস চেয়ারম্যান, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, বিভিন্ন পদে ৭ জন সম্পাদক, ৯ জন সহ সম্পাদক এবং ১২ জন সম্মানিত সদস্য নিয়ে পুরো প্যানেল তৈরী করা হয়।

নিম্নে নতুন কার্যনির্বাহী পরিষদ সদস্যদের নাম ও তালিকা উল্লেখ করা হলো-

সভাপতি: আবুল ফাতেহ
সহ সভাপতি: আনিসুল হক, আতাউর রহমান, ইউসুফ আহমদ, আবুল মনসুর চৌধুরী, মখলিছুর রহমান, আহমেদ ইকবাল চৌধুরী, আব্দুর রহমান বুলবুল, ফারুক আহমদ চৌধুরী, ছালিক আহমদ, নোমান আহমদ পাটোয়ারী, মোঃ হারুন রশীদ।

সেক্রেটারি: সুলেমান আহমদ পাটোয়ারী।
সহ সেক্রেটারী: মোস্তফা কামাল, হাফিজ জয়নুল আবেদীন চৌধুরী, হাসান রাজা।

ট্রেজারার: আবুল হারিস
সহ ট্রেজারার: আজমল হোসেন।

সাংগঠনিক সম্পাদক: ইমাদ উদ্দিন রানা
সহ সাংগঠনিক সম্পাদক: সুলতান আহমদ (৭নং ইউনিয়ন), তাহের উদ্দিন (৮ নং ইউনিয়ন), মাওলানা জুনেদ আহমদ (৯ নং ইউনিয়ন)।

প্রেস এন্ড মিডিয়া সম্পাদক: ইকবাল আহমদ চৌধুরী।

কালচারাল এন্ড ওয়েলফেয়ার সম্পাদক: সাদেক আহমদ; সহ কালচারাল সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন।

এডুকেশন এন্ড হেলথ সম্পাদক: ডাঃ শাফিউল আজম চৌধুরী; সহ এডুকেশন সম্পাদক: জাকির হোসেন মিল্লাত।

রিলিজিয়াস অ্যাফেয়ার্স সম্পাদক: মাওলানা নুরুর রহমান চৌধুরী সায়েম; সহ রিলিজিয়াস সম্পাদক: হাফিজ কাওসার আহমদ।

আপ্যায়ন সম্পাদক: তানভীর আহমদ খান; সহ আপ্যায়ন: সুলতান আহমদ (কায়স্ত গ্রাম)।

EU কমিউনিকেশন সম্পাদক: আবুল ফজল চৌধুরী।
সহ EU সম্পাদক: গুলজার হোসেন চৌধুরী।

সম্মানিত সদস্য: প্রফেসর এম এ মালিক, লুৎফুর রহমান চৌধুরী, মোঃ মুজিবুর রহমান, নাজমুল ইসলাম, মাওলানা দেলওয়ার হোসেন, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, মাস্টার আব্দুস সালাম, মোঃ কামাল উদ্দীন, তাজুল ইসলাম, মোঃ সিরাজ উদ্দিন, দেলোয়ার হোসেন সেলিম, জামাল উদ্দিন প্রমুখ।

সভায় হাসপাতালের নাম, নিবন্ধন এবং হাসপাতাল ভবনের নির্মাণ কাজ যত দ্রুত সম্ভব শুরু করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। প্রোগ্রামের শেষ দিকে বিশেষ ডিনারের আয়োজন ছিল।

ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুর রহমান চৌধুরীর মোনাজাতের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘোষিত হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031