সিলেটে ইউপি নির্বাচনে আ.লীগে বিদ্রোহীদের কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২১ | রবিবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক::আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহীদের ছাড় নয়, দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়।

পাশাপাশি সিলেট জেলার ১৩ উপজেলায় হবে বর্ধিত সভা ও সকল অঙ্গসংগঠনের কমিটি পুনঃগঠনের সিদ্ধান্ত হয়। সভায় আসন্ন ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের জয় করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি জেলার মাধ্যমে পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়।

Manual1 Ad Code

এ ছাড়া ইউপি নির্বাচনে যারা দলীয় প্রার্থী বা নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

ইউপি নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয় সভায়। এ প্রসঙ্গে কার্যকরী সভার পর বিজ্ঞ‌প্তি দিয়ে বলা হয়, যেসব অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ জেলা-কমিটি বিদ্যমান সেসব অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মেয়াদোত্তীর্ণ উপজেলায আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পূর্ণগঠন করা এবং যেসব উপজেলায় কমিটি নেই সেসব জেলা কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার নির্দেশনার সিদ্ধান্ত দেওয়া হয়।

ইউ‌পি নির্বাচন সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সিলেট জেলার ১৩‌টি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী তেরোটি উপজেলার দিনক্ষণ ঘোষণা করা হয়।

প্রতি অক্টোবরের ২২ তারিখ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ধিত সভা হবে। এরপর ২৩ অক্টোবর বিয়ানীবাজার, ২৪ অক্টোবর ফেঞ্চুগঞ্জ, ২৫ অক্টোবর ওসমানীনগর, ৩০ অক্টোবর কানাইঘাট। আগামী ৬ নভেম্বর জৈন্তাপুর, ৭ নভেম্বর গোয়াইনঘাট ১৩ ন‌ভেম্বর জকিগঞ্জ,১৪ কোম্পানীগঞ্জ, ১৫ নভেম্বর বিশ্বনাথ ২০ নভেম্বর সুরমা, ২১ নভেম্বর বালাগঞ্জ ও ২৭ নভেম্বর সিলেট সদর উপজেলা বর্ধিত সভা হবে।

Manual2 Ad Code

এদিকে শনিবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় অংশ নিয়ে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Manual8 Ad Code

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে হলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। এর আগে এখনই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সব কমিটি পুনর্গঠন করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সভা সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

Manual3 Ad Code

সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আশফাক আহমদ, নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, আহমদ আল কবির, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, শাহ মো. মাসাহিদ আলী, নাজনীন হাসান ও সংসদ সদস্য হাবিবুর রহমান প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code