সর্বশেষ

সিলেটে গণ-অবস্থান: ‘বৈষম্য দূর না হলে রাজপথ ছাড়ব না’, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক: সিলেট অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পগুলোর স্থবিরতার প্রতিবাদে রবিবার সকাল থেকে নগরীর কোর্ট পয়েন্টে শুরু হয়েছে সর্বস্তরের মানুষের গণ-অবস্থান কর্মসূচি। ‘সিলেট আন্দোলন’ ব্যানারে আয়োজিত এই অরাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual1 Ad Code

​রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। আন্দোলনকারীরা কোর্ট পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত অবস্থান নিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন এবং সিলেটের প্রতি কেন্দ্রীয় সরকারের উদাসীনতার তীব্র নিন্দা জানাচ্ছেন। আরিফুল হক চৌধুরীর
​গণ-অবস্থানে দাঁড়িয়ে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর বঞ্চনার চিত্র তুলে ধরে সরকারের কাছে স্পষ্ট বার্তা দেন। সিলেট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও (প্রবাসীদের রেমিট্যান্স ও প্রাকৃতিক গ্যাস থেকে বিপুল রাজস্ব আয় হয়), উন্নয়নের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি বঞ্চিত। আজ সিলেটের মানুষই গ্যাস-সংকট, জরাজীর্ণ রাস্তাঘাট এবং উচ্চ বিমান ভাড়ার মতো মৌলিক সমস্যায় জর্জরিত। চূড়ান্ত হুঁশিয়ারি: তিনি বলেন, “আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আন্দোলনকারীরা অবিলম্বে নিম্নলিখিত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন- ঢাকা-সিলেট মহাসড়কের ৬-লেনের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা। সিলেট-ঢাকা রুটে ট্রেনের সংখ্যা ও বগি বৃদ্ধি করা এবং রেলের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। বাদাঘাট পানি শোধনাগার প্ল্যান্টের কাজ দ্রুত শেষ করে নগরবাসীর পানির চাহিদা পূরণ করা। সিলেটের অভ্যন্তরে সড়ক যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন ও স্থবির প্রকল্পগুলো পুনরুজ্জীবিত করা। গণ-অবস্থান কর্মসূচির সমর্থনে গত ১ নভেম্বর নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা থেকে শহীদ মিনার পর্যন্ত একটি মশাল মিছিলও বের করা হয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজকের এই গণ-অবস্থান থেকে যদি সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস বা পদক্ষেপ না আসে, তবে পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।

Manual4 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual6 Ad Code