সর্বশেষ

যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে: অধ্যাপক ফয়সাল

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৫ | শনিবার


Manual6 Ad Code

চেম্বার প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক কানাইঘাটের কৃতি সন্তান ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল বলেছেন,বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।

তিনি শনিবার (১ নভেম্বর) কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর শাহজালাল সমাজ কল্যাণ যুব সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমিতির সভাপতি আব্দুল বাসিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাছুর রহমানের সঞ্চালনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে।

Manual3 Ad Code

সমিতির সহ সভাপতি জুবের আহমদের স্বাগত বক্তব্যের মধ্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিত, সিলেট সরকারি কলেজের প্রভাষক মুহি উদ্দিন।

Manual6 Ad Code

শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিংগাবাড়ী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফিজ মাওলানা আব্দুল কাদির, আগফৌদ নারাইনপুর শাহজালাল সমাজ কল্যাণ যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ানুল করিম, গাছবাড়ী উইমেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক, সমিতির সাবেক সভাপতি মাওলানা বাহার উদ্দিন, শিক্ষক শাহনেওয়াজ খসরু, গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বাশার, ইউপি সদস্য আব্দুল্লাহ।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারীদের সনদ, প্রাথমিক মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার, এসএসসি, এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়।

Manual3 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual3 Ad Code