কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২৫ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ উপলক্ষে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে ক্লাব কার্যালয়ে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী তাহসিনুল কোরআন ইউকের পরিচালক ক্বারী মোহাম্মাদ ইকরামুল হক, কুয়েত প্রবাসী প্রেসক্লাবের আজীবন সদস্য রাশিক উদ্দিন, সৌদিআরব প্রবাসী ক্লাবের আজীবন সদস্য রফিকুল ইসলাম, আজীবন সদস্য শাহাব উদ্দিন। ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, তাওহীদুল ইসলাম, সহ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী, সদস্য শাহিন আহমদ। উপস্থিত ছিলেন, ক্লাব সদস্য আসআদ আহমদ, মুফিজুর রহমান নাহিদ, সংবাদকর্মী মুফিজুর রহমান তালুকদার, অহিদুল ইসলাম, মিজানুর রহমান।
মতবিনিময়কালে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে থাকেন। কানাইঘাটের সাংবাদিকরা যাতে করে তাদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এজন্য প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণের সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন। সেই সাথে কানাইঘাটের স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দকে এলাকার মানুষের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরে এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহŸান জানান।
ক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রেসক্লাবের নতুন ভবনের নির্মাণ কাজ অনেক আগে শুরু হয়েছে। নির্মাণ কাজে নানা ভাবে সহযোগিতা করে আসছেন বিশে^র বিভিন্ন দেশে অবস্থানরত কানাইঘাটের প্রবাসী ভাইয়েরা। তাদের এ অবদানকে সব-সময় স্থানীয় সাংবাদিকরা স্মরণ রাখবেন। সেই সাথে প্রেসক্লাবের চলমান ভবন নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য ক্লাবের আজীবন সদস্য কুয়েত প্রবাসী রাশিক উদ্দিন ও তার পরিবারের প্রতি এবং ক্লাবের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী ক্বারী মোহাম্মাদ ইকরামুল হক ও সৌদি প্রবাসী রফিকুল ইসলাম সহযোগিতার আশ^াস প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। মতবিনিময় শেষে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

image_print
           

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031