সর্বশেষ

» শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ২৯. মে. ২০২৫ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির দুই দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বাদ জোহর সিলেট নগরীর মক্তবগলি এতিমখানায় রান্না করা খাবার বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে বাদ আসর হযরত শাহাজাল (রহ.) মাজার মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিগত ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা সহ দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচীগুলোতে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশন সাবেক প্যানেল মেয়র ১ ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাক ইমদাদ হোসেন চৌধুরী, সহ সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নুরুল মুমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা বেলায়ত হোসেন লিটন, শুইয়াব আহমদ শুয়েব, আক্তার রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ফয়েজ উদ্দিন মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, শাহীন আহমদ, ১৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি তফজ্জুল আলী, আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ, মতিউর রহমান শিমুল, আব্দুল মুনিম, হারুনুর রশিদ, আমীরুল ইসলাম প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031