সর্বশেষ

» তারেক রহমানকে প্রধানমন্ত্রী না করার ষড়যন্ত্র চলছে : মাহবুব উদ্দিন খোকন

প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার

Manual4 Ad Code

চেম্বার ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তারেক রহমানকে এ দেশের প্রধানমন্ত্রী না করার ষড়যন্ত্র চলছে। আমরা সাবধান করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। তারেক রহমান এ দেশে বীরের বেশে আসবেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হবেন।

Manual6 Ad Code

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তোরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এ সময় তিনি বলেন, ড. ইউনূস সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না। সংস্কারের নামে কালক্ষেপণ করে দিনের পর দিন সরকারে থাকায় প্রমাণ হচ্ছে- এই সরকারের মধ্যে আওয়ামী লীগের ভূত ঢুকেছে। বিনা ভোটে ক্ষমতায় থাকবেন জবাবদিহিতা কোথায়? এসব বাদ দিয়ে যার কাজ তাকে করতে দেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে এই বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করুন।

Manual3 Ad Code

তিনি সংস্কার কমিটিতে থাকা ব্যক্তিদের উদ্দেশ করে বলেন, সংস্কার কমিটিতে যারা আছেন আপনারা গাড়িটাড়ি চেপে যথেষ্ট আরাম আয়েসেই আছেন। আর সংস্কার লাগবে না, অনেক হয়েছে। তারেক রহমানের ৩১ দফা সংস্কারে মনোযোগ দিলেই সব সমস্যার সমাধান ও সংস্কার সম্পন্ন হবে।

Manual2 Ad Code

তিনি এই সরকারের এক উপদেষ্টার বক্তব্যকে উদ্দেশ করে বলেন, এই সরকারের মাঝে আওয়ামী লীগের লোক বসে আছে। কেউ কেউ বলছে, নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা নেই। তারা নির্বাচনকে কালক্ষেপণ করে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়। যাতে আওয়ামী লীগ নির্বাচনে উল্লেখযোগ্য আসন নিয়ে আসতে পারে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আকতারুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মো. আব্বাস উদ্দিন কমান্ডার, মো. আতিকুল আলম শাওন ও মো. মহিউদ্দিন।

কুমিল্লা উত্তর জেলার ৭টি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশটি জনসভায় পরিণত হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code