সর্বশেষ

বিদেশে বসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেটে ছাত্রলীগের মানববন্ধন

প্রকাশিত: ০৯. মে. ২০২৪ | বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট : বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করা, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা চালিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর তালতলা এলাকায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রলীগের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়ে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশে বসে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের নেতৃত্বে শাহরিয়ার হোসেন শাকিব, মোশাহিদ আলী, রফিক উদ্দিন, আবু তাহের নাহিম, রাসেল আহমেদ ও মোহাম্মদ ফুজেল আহমেদসহ বিএনপি-জামায়াতের কতিপয় দৃষ্কৃতিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করে আসছে। তারা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করছে। এদেরকে দেশে এনে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি দ্বীপরাজ দাস দীপায়নের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আহাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম, এহসান আহমেদ, সাকির হোসেন, অনিক, রাহুল, সুমেল, সোহাগ, পলিন, মাহি, জহির ও জোবায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930