সর্বশেষ

» শোক দিবসে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২২ | সোমবার

Manual4 Ad Code

চেম্বার ডেস্ক:: বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ সোমবার ( ১৫ আগষ্ট) অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সকাল ৬.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর সকাল ১০.০০ ঘটিকায় অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার ও মাননীয় চেয়ারপার্সন জনাব রাজীব আহমেদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় ডিন, প্রধানগণ, বিভিন্ন প্রশাসনিক পরিচালকগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্র্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

সকাল ১১.০০ ঘটিকায় শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব; ব্যক্তিপ্রজ্ঞা ও রাজনৈতিক নিয়ে আলোচনা অনুষ্ঠান। অত্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক মৌনী ভট্টাচার্য্য সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর প্রবন্ধ উপস্থাপন আইন অনুষদের ডিন করেন মো: মাহ্মুদুল হাসান খান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারপার্সন জনাব রাজীব আহমেদ, চেয়ারপার্সন বক্তব্যে বলেন বিশেষ করে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু নিয়ে গবেষণায় এগিয়ে আসতে হবে। ইতিহাসের মহান এ নায়ককে নিয়ে যতই গবেষণা হবে ততই তাঁকে নতুন করে আবিস্কার করা যাবে এবং আমরা জাতি হিসাবে সমৃদ্ধ হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ ও অত্র বিশ^দ্যালয়ের ইংরেজি বিভাগের ডিন লেখক-গবেষক ড. আবুল ফতেহ এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ^দ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার এবং ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ অধ্যায়নের মধ্যেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন নিহিত। তাঁর ব্যক্তি প্রজ্ঞা আর কুটনৈতিক দূরদৃষ্টি ছিল বিশ^ নন্দিত। এজন্যই তিনি বঙ্গবন্ধু থেকে বিশ^ বন্ধুতে পরিণত হয়েছেন। আজ সময় এসেছে তাঁকে চর্চার, গবেষণার। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ আমাদের জীবনের সর্বক্ষেত্রে চর্চা করতে হবে।
উক্ত আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র বিশ^বিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব স্বাতী রানী দেবনাথ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নঈমা মাসউদ নীলা, আইন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর মো: হুমায়ুন কবির, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জনাব প্রণবকান্তি দেব, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব প্রণব কুমার সাহা।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানীত সদস্য জনাব সাহিদা ইয়াসমিন চৌধুরী সহ অত্র বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী মোঃ রায়হান আহমেদ কাওসার, পবিত্র গিতা পাঠ করেন সেকশন অফিসার সুবিনয় আচার্য্য।

Manual6 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code