সর্বশেষ

» মুহিত স্মরণে সিলেট সদর উপজেলা আ.লীগের দোয়া মাহফিল

প্রকাশিত: ০৭. মে. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আাসনের সংসদসদস্য বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত স্মরণে সিলেট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শনিবার বিকেলে টুকের বাজারস্থ তেমুখি হাজি সুন্দর আলী জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন এর পরিচালনায় দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগেট ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সহসভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

সভায় বক্তারা বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য, মরহুম আবুল মাল আবদুল মুহিত এর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জনিয়ে বলেন,সিলেট তথা বাংলাদেশের আর্থ সামাজিক  উন্নয়নের মরহুম আবুল মাল আবদুল মুহিতের অবদান ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।

সভায় বক্তারা বলেন, আবুল মাল মুহিত ২০০১ সালে সরাসরি রাজনীতিতে আসার পর (২০০১-২০০৮) সাল পর্যন্ত  আওয়ামী লীগের দুর্দিনে সিলেটে দলের একজন অভিভাবক হিসেবে সকল সময় নেতাকর্মীদেরকে ছায়া দিয়ে মাঠে ময়দানে সর্বত্রে ছিলেন। এরপর তিনি সিলেট-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে ১০ বছর (২০০৮-২০১৮) পর্যন্ত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী দায়িত্ব পালনকালে বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে সিলেট সদরে উপজেলায় উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে ঐতিহাসিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পুরো উপজেলাকে আলোকিত করেছেন। তাঁর অবদান দলমত নির্বিশেষে সিলেট সদর উপজেলার মানুষ কৃতজ্ঞচিত্তে আজীবন স্মরণ রাখবে বলে তারা মন্তব্য করেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাউসা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আজিজ আহমদ। এতে মহান আল্লাহর কাছে মরহুমের মাগফেরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন সহ জেলা, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল লোকজন উপস্থিত ছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed